বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

সৌদি-ইরান সমঝোতা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য গুরুত্বপূর্ণ: লেবানন পররাষ্ট্রমন্ত্রী

সৌদি-ইরান সমঝোতা মধ্যপ্রাচ্যের শান্তি ও লেবাননের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বুহাবিব।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লাহিয়ানের সাথে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আব্দুল্লাহ আবু হাবিব বলেন, এই অঞ্চলের সংঘর্ষ বিহীন পরিবেশ লেবাননের স্বার্থ রক্ষায় সহায়তা করে। তাই সৌদি-ইরান সমঝোতা মধ্যপ্রাচ্যের শান্তির পাশাপাশি লেবাননের জন্যও গুরুত্বপূর্ণ।

সৌদি-ইরান সমঝোতা চুক্তির খবর পাওয়ার পর থেকে প্রতিবেশীদের সাথে নতুন করে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আমরা আশাবাদী হয়ে উঠেছি।

অপরদিকে ইরান পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক ইস্যু, আঞ্চলিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে লেবাননের সাথে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। এছাড়া ভৌগোলিক ভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা দেশটির রাষ্ট্রপতি ও সাধারণ নির্বাচন দ্রুত আয়োজনের জন্য সব পক্ষকে উৎসাহিতও করেছি।

আমরা বলেছি, নির্বাচন কিংবা সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতে যাকেই রাষ্ট্রপতি নির্ধারণ করা হোক না কেনো তাতে ইরানের পূর্ণ সমর্থন থাকবে। আন্তর্জাতিক মহলকেও আমরা অনুরোধ করবো তারা যেনো লেবাননের অভ্যন্তরীণ এই বিষয়ে কোনো ধরণের হস্তক্ষেপ না করে।

জানা যায়, বৈঠকে রাশিয়া-ইউক্রেন ও সুদান সংকট, আফগানিস্তান ও লিবিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও তারা আলোচনা-পর্যালোচনা করেন। স্ব স্ব দৃষ্টিভঙ্গি বিনিময় করেন।

এছাড়া হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সাথেও এই ইরানী পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img