বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

কুরআনের হাফেজ হলো এরদোগানের নাতি উমর তাইয়্যেব

পবিত্র কুরআনের হিফজ শেষ করেছে তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নাতি উমর তাইয়্যেব।

গতকাল শুক্রবার (২৮ মে) ঐতিহ্যবাহি আয়া সোফিয়া মসজিদে সমাবর্তনে অংশ নেওয়া ১৩৬ হাফেজদের মধ্যে অন্যতম হাফেজ উমর তাইয়্যেব।

ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। প্রেসিডেন্ট এরদোয়ান ছাড়াও ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উকতায়ি, স্পিকার মুস্তফা শানতুব, সুদানের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মুহাম্মাদ হামদান দাকলু ও তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান ড. আলি আরবাসসহ আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।

সমাবর্তন অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান নিজেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।

এরদোগানের ছোট ছেলে নাজমুদ্দিন বিলালের ছেলে উমর তাইয়্যেব এবার ইস্তাম্বুলের বিখ্যাত ইমাম খতীব স্কুল থেকে পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করেছে।

এছাড়াও স্পিকার মুস্তফা শানতুবের ছেলে উমর আসেম শানতুব হেফজ সমাপনকারীদের মধ্যে আছে।

সূত্র : ডেইলি সাবাহ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img