শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে মন্দিরে ৫ বছরের শিশুকে ধর্ষণ; গ্রেফতার হিন্দু যুবককে প্রথমে ছেড়ে দিয়েছিলো পুলিশ

ভারতে মন্দিরে শিশু ধর্ষণের ঘটনায় মানসিক ভারসাম্যহীন বলে ছেড়ে দেওয়া হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) মুসলিম মিররের খবরে জানানো হয়।

খবরে বলা হয়, উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যের প্রাদেশিক সরকার নিয়ন্ত্রিত উত্তর প্রদেশের জগদীশপুরার এক মন্দিরে গত ১৮ মে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের নির্মম ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অভিযুক্ত ধর্ষককে ধরে স্থানীয় পুলিশের হাতে তুলে দিলে, পুলিশ তাকে মানসিক ভারসাম্যহীন বলে ছেড়ে দেয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ প্রকাশ ও ভাইরাল হলে গত ২৭ মে তাকে গ্রেফতার করতে বাধ্য হয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, অভিযুক্ত হিন্দু ধর্ষকের নাম, পবিত্র। সে স্থানীয়দের কাছে পাম্পি নামে পরিচিত। তার বয়স ২৭ বছর। সে জগদীশপুরার একটি মেডিকল শপে কাজ করে।

ধর্ষণের শিকার শিশুটির পরিবারের পক্ষ থেকে বলা হয়, ঘটনার দিন তাদের কন্যা শিশু ঘরের বাইরে খেলছিলো। পাম্পি তাকে প্রলুব্ধ করে পাশের মন্দিরের নিয়ে যায়। এক পর্যায়ে তাকে যৌন হেনস্তা ও ধর্ষণ করতে শুরু করে।

শিশুটির দাদী জানায়, তিনি হঠাৎ তার নাতনীর চিৎকার শুনতে পাচ্ছিলেন। মন্দিরের দিক থেকে সেই চিৎকারের আওয়াজ ভেসে আসছিলো। তৎক্ষনাৎ মন্দিরে ছুটে গেলে পাম্পি তাকে ধাক্কা দিয়ে পালাতে চেষ্টা করে। কিন্তু এলাকাবাসী তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং মারধর করে পুলিশে সোপর্দ করে। তবে পুলিশ তাকে মানসিক ভারসাম্যহীন বলে গ্রেফতার না করে ছেড়ে দেয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ