বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

জার্মানিতে বাড়ছে ইসলামোফোবিয়া, টার্গেট মুসলিম নারীরা

২০২২ সালে জার্মানিতে মুসলিমদের ওপর ৮৯৮ টি বর্ণবাদী হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির ‘ক্লেইম’ নামক একটি সংগঠন।

সংগঠনটি থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় দুটি আক্রমণ সংঘটিত হয়েছে। এসব আক্রমণে মুসলিমদের সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি শারীরিক ও মৌখিক আক্রমণ করা হয়েছে। এছাড়াও পুরো মুসলিম জাতির বিরুদ্ধে ঘৃণমূলক বক্তব্য ছড়ানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এসব আক্রমণের সবচেয়ে বড় ভুক্তভোগী হলো সেখানকার হিজাব পরিহিতা নারীরা। যাদেরকে মূলত জনবহুল এলাকা অথবা জনসম্মুখেই অপমানের পাশাপাশি শারীরিক আক্রমণ করা হয়েছে। এছাড়াও সেখানকার মুসলিম ছাত্রীদেরও বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হতে হয়।

সংগঠনটির প্রধান রিমা হানানো গণমাধ্যমকে বলেছেন, “এসব হামলায় ভুক্তভোগীদের সাথে জরুরীভাবে সমাজের সংহতি প্রয়োজন।”

এছাড়াও তিনি এসব হামলার ঘটনা মোকাবেলায় সমাজকে যথেষ্ট আলোকিত করারও দাবি জানান।

উল্লেখ্য, ক্লেইম নামক সংগঠনটি ইসলাম ও ফোবিয়া ও মুসলিমবিরোধী বিভিন্ন বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও জার্মানির পরিবার বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংগঠনটি সমর্থন পেয়ে থাকে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img