শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

হিজরি নতুন বর্ষ উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন এরদোগান

হিজরি নতুন বর্ষ উপলক্ষে তুরস্কের জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় এক টুইটবার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।

টুইট বার্তায় এরদোয়ান বলেন, হিজরি নববর্ষ ১৪৪৪ উপলক্ষে আমি অন্তরের অন্তস্তল থেকে তুরস্ক ও সারা বিশ্বের মুসলিমদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। নতুন বছরে মহান আল্লাহর কাছে পুরো মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

শুভেচ্ছা বার্তার শেষে এরদোয়ান হ্যাশট্যাগ লিখে হিজরি নববর্ষ ব্যবহার করেন। টুইট বার্তায় পবিত্র মসজিদুল হারামের ছবিসংবলিত একটি পোস্টার প্রকাশ করা হয়। তাতে আরবি ও তুর্কি ভাষায় লেখা আছে―‘শুভ হিজরি নববর্ষ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ