বৃহস্পতিবার | ১৬ অক্টোবর | ২০২৫

পাকিস্তানকে তালেবানের কঠোর বার্তা: আফগান সার্বভৌম লঙ্ঘনের পরিণতি হবে ভয়াবহ

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নঙ্গরহার ও খোস্ত প্রদেশে পাকিস্তানি সেনাদের হামলার ঘটনায় কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে। এ হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং সাতজন আহত হন। রাষ্ট্রদূতের কাছে আফগানিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানি সেনারা আফগানিস্তানের সার্বভৌম লঙ্ঘন করে ডুরান্ডের কল্পিত সীমারেখার কাছাকাছি বেসামরিক মানুষের ওপর বিমান হামলা চালিয়েছে। এ হামলাকে মন্ত্রণালয় তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে এবং এটিকে আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন ও উসকানিমূলক কাজ হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানি পক্ষকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, আফগানিস্তানের সার্বভৌম রক্ষা করা ইমারাতে ইসলামিয়ার জন্য একটি লাল দাগস্বরূপ বিষয়। এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের অবশ্যই পরিণতি রয়েছে।

সূত্র : আরটিএ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img