শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

শিগগিরই সুদানে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে: সামরিক প্রধান

সুদানে খুব শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির সামরিক জান্তার প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান।

শুক্রবার (২৯ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পুটনিকে প্রকাশিত এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।

জেনারেল বুরহান বলেন, নতুন প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা গঠন করবেন, তা দেশের নেতৃত্বের ক্ষেত্রে সামরিক বাহিনীর সাথে অংশীদার হবে। আমাদের দেশপ্রেমের দায়িত্ব থেকেই নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে জনগণকে নেতৃত্ব ও সহায়তা করতে হবে।

এর আগে গত সোমবার সুদানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের অংশীদারমূলক অন্তর্বর্তীকালীন সরকার সভরেইন কাউন্সিলের উভয়পক্ষের মতবিরোধের জেরে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুকসহ বিপুল বেসামরিক নেতৃত্বকে সামরিক বাহিনী গ্রেফতার করে এবং সামরিক প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখল করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img