মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

তালেবানের সাথে এই প্রথম কূটনৈতিক বৈঠক করল ভারত

spot_imgspot_img

কাতারের রাজধানীয় দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মুহাম্মাদ আব্বাস স্তানাকজাই এর সঙ্গে বৈঠক করেছেন ভারতের কূটনীতিকরা। এই প্রথম সরকারিভাবে তালেবানের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে ভারত।

মঙ্গলবার (৩১ আগস্ট) দোহায় ভারতীয় দূতাবাসে দুই পক্ষের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

এতে বলা হয়েছে, দোহায় ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তাল তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্তানাকজাই এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ভারত কূটনীতিক আঞ্চলিক নিরাপত্তা ও সুরক্ষা এবং আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের দ্রুত দেশে ফেরার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আফগানিস্তানের সংখ্যালঘু নাগরিক যারা ইন্ডিয়ায় ভ্রমণ করতে চায় তাদের বিষয়েও কথা বলেছে দিল্লির প্রতিনিধিরা।

তালেবান নেতার সঙ্গে সাক্ষাতে দোহায় ভারতের রাষ্ট্রদূত মিত্তাল বলেন, ভারতবিরোধী কর্মকাণ্ডের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহৃত হওয়া উচিত হবে না। তালেবানের প্রতিনিধি ভারতীয় রাষ্ট্রদূতকে নিশ্চিত করেছেন যে এই ইস্যুগুলিকে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img