Home Blog Page 1657

মগজ ধোলাইয়ের পদ্ধতি বহাল রাখতে নতুন পাঠ্যবই সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি চিহ্নিত মহল শিক্ষার্থীদের ‘মগজ ধোলাইয়ের’ পদ্ধতি বহাল রাখতে নতুন পাঠ্যবই সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। নতুন বইয়ে যা নেই, ফটোশপে এডিট করে তা দেখানো হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা মগজ ধোলাইয়ের শিকার হবে না। তার ভাবতে শিখবে, পৃথিবীকে জানবে। তাদের সেই চিন্তা ও মননশীলতার জায়গাটা স্বাভাবিক রাখতে সরকার সবকিছু করবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তনে রাষ্ট্রপতি এবং চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। এজন্য দরকার স্মার্ট নাগরিক। আর স্মার্ট নাগরিক গড়তে শিক্ষার কোনও বিকল্প নেই। স্মার্ট নাগরিক তৈরিতে সহায়ক শিক্ষাক্রম নিয়ে কাজ করছে সরকার।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-পদ্ধতি সম্পর্কে তিনি আরও বলেন, আগামীতে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিতে একটি পরীক্ষা গ্রহণ করা হবে। আগামীর বিশ্বে তাল মেলাতে বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। পাঠদানের পাশাপাশি পাওয়া জ্ঞানকে কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে। আমাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় যেতে হবে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫ জন

0

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন। এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৬ জন এবং অন্যান্য বিভাগে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৬৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৩০ জন এবং ঢাকার বাইরে ৩৬১ জন।

অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪৫ জন। এর মধ্যে ঢাকায় ৩০৯ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সরকার গণআন্দোলনে দিশেহারা : মির্জা ফখরুল

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের যেকোন উপায়ে আটকে রাখতে মরিয়া হয়ে উঠেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে মহাসচিব বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু গতকাল (শুক্রবার) জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবার গ্রেফতার করে রমনা থানায় নিয়ে যায়। শারীরিকভাবে ভীষণ অসুস্থ মীর সরফত আলী সপুকে রমনা থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভালভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, সকল মামলায় জামিন পেয়ে মীর সরাফত আলী সপু মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আবারও তাকে গ্রেফতার সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল মীর সরাফত আলী সপুকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার এবং তাকে অসুস্থ অবস্থায় পুলিশ হাসপাতালে নেয়া হলেও সুচিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে আবার থানায় নেয়ার তীব্র প্রতিবাদ জানান। তিনি সরাফত আলী সপুর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ারও জোর দাবি জানান।

জনগণের মাঝে বিএনপির ভিত্তি নেই: কৃষিমন্ত্রী

0

কৃষিমন্ত্রী মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, আমাদের সংবিধানে নেই। আন্দোলনের নামে বিএনপি ২০১৫ সালের মতো তাণ্ডব সৃষ্টির অপচেষ্টা করছে। জনগণের মাঝে বিএনপির ভিত্তি নেই। জনগণের সম্পৃক্ততা নেই বলে বিএনপির আন্দোলন আগের মতো এবারও কোনো কাজে আসবে না।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, উন্নয়নর ধারা অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে। কাজেই আগামী দিনেও শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিবে। বিএনপির পায়ের নিচে মাটি নেই, তাদের কথায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে না, সরকারের পতন হবে না। বর্তমান সরকার কন্টিনিউ করবে।

রমজানের বিষয়ে তিনি বলেন, সামনে রোজার মাস আসছে। সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোন সংকট হবে না।

ছাত্রছাত্রীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক উন্নত হয়েছে। তবে সব মানুষের জীবনকে উন্নত করতে হলে দেশটিকে আরো উন্নত করতে হবে।

অবৈধভাবে ধনসম্পদ উপার্জন আর বিলাসিতায় জীবন না কাটানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অবৈধভাবে ধনসম্পদ উপার্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত নয়। কত টাকা আমাদের দরকার, কতটুকু বিলাসিতা প্রয়োজন সেটি ভেবে দেখতে হবে। অন্যের প্রয়োজন ও জীবনযাত্রার দিকেও খেয়াল রাখতে হবে।

শেখ হাসিনার সময়ে মসজিদগুলোর উন্নয়ন হয়েছে: আসাদুজ্জামান নূর

0

সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ‌বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সময়েই দেশে মসজিদের সংখ্যা বেড়েছে, মসজিদগুলোর উন্নয়ন হয়েছে এবং ইমাম মুয়াজ্জিনগণ সম্মানিত হয়েছেন।

বিশেষ করে মডেল মসজিদ স্থাপন বাংলাদেশ ছাড়াও পৃথিবীর আর কোথাও নেই অথচ শেখ হাসিনাকে ইসলাম বিরোধী বলে থাকেন স্বাধীনতা বিরোধী অপশক্তি। এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নীলফামারী কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক আলোনচনা সভায় তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন ইসলাম প্রচারের জন্য। এই ইসলামিক ফাউন্ডেশনের কারণেই ইমাম মুয়াজ্জিনদের আজ সুযোগ সুবিধা করে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

আসাদুজ্জামান নূর বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র শেষ হয়নি তারা ষড়যন্ত্র করেই চলেছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম সমাজকেই দায়িত্ব নিতে হবে কারণ আপনার ধর্মীয় নেতা। কোন ভাবে যাতে একজন মানুষও ভুল পথে না যায়। এদিকে সতর্ক থাকতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম জাকিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন কার্যালয়ের মাঠ কর্মকর্তা সোলায়মান আলী।

২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে : মোজাম্মেল হক

0

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২০২৪ সালের মার্চে সারা দেশে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে।

শনিবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

মন্ত্রী বলেন, নীতিমালা তৈরি হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে সেটা প্রকাশ করা সম্ভব হবে না। তবে মার্চ মাসে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

বিএনপির চলমান পদযাত্রা বিষয়ে তিনি বলেন, পদযাত্রা করে সরকার পতন করা যায় এমন কোন নজির নেই।

আ ক ম মোজাম্মেল হক দুপুরে বাগমারা পৌঁছে শুরুতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি. এনামুল হক ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান উপস্থিত ছিলেন।

হিলিতে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করল ভারতীয় সীমান্ত বাহিনী

0

দিনাজপুরের হিলি সীমান্তে বিএফএফের গুলিতে একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম সাহাবুল হোসেন বাবু (২৮)। তিনি হাকিমপুর উপজেলার হিলির ফকিরপাড়ার আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে নিহতের ওই ঘটনা ঘটেছে। তার লাশ বিএসএফের হেফাজতে রয়েছে।

স্থানীয়রা জানান, সীমান্ত পেরিয়ে ভারতের প্রায় ২০০ গজ ভিতরে প্রবেশ করেছিল সাহাবুল হোসেন বাবুসহ আরেক যুবক। এ সময় সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ৮ টার মধ্যে সীমান্তের ভারতীয় এলাকায় দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। পরে সাহাবুল হোসেন বাবু বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে সীমান্তের অপর প্রান্তের নাগরিকদের মাধ্যমে খবর পেয়েছেন তারা।

এ ব্যাপারে জানতে বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্যদের নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের মোবাইল ফোন রিসিভ করেননি।

তবে স্থানীয় সূত্রের দাবি, হিলির বাংলাদেশ অংশের ফকিরপাড়া সীমান্তের বিপরীতে সীমান্ত পিলার নং ২৮৫/২৫এস হতে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে সাহাবুল হোসেন বাবু নিহত হয়েছে। তার লাশ বর্তমানে ভারতের হিলির স্থানীয় একটি গ্রামীণ হাসপাতালে রাখা হয়েছে বলে দাবি করেছে সূত্রটি।

বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলা হয়েছে: কামরুল ইসলাম

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, তরুণ প্রজন্ম যাতে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে না পারে সেজন্য বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস মুছে ফেলা হয়েছে। বর্তমান সরকার তরুণদের সঠিক ইতিহাস জানানোর ব্যবস্থা করেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের তালেবুর আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ভাষণ যেখানে দিয়েছিলেন (রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ‍সেখানে শিশুপার্ক নির্মাণ করা হয়। যাতে করে বর্তমান প্রজন্ম সেই ঐতিহাসিক স্থানকে চিনতে না পারে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টারনেটের ভালো দিকগুলো ব্যবহার করে স্বাধীনতার সঠিক ইতিহাস জানা ও মন্দ দিকগুলোকে বর্জনেরও আহ্বান জানান তিনি।

তরুণ প্রজন্মই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, যারা বাংলাদেশকে পেছনে নিতে চায়, তারা বলে টেক ব্যাক বাংলাদেশ। আমরা বলি গো ফরওয়ার্ড বাংলাদেশ।

কুড়িগ্রামে ৩ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

0

কুড়িগ্রামে ৩ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। আগামী ২০ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় এ জেলায়ও ৩ লাখ ২৪ হাজার ৬৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মঞ্জুর ই মোর্শেদ।

এসময় সিভিল সার্জন জানান, জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা এলাকায় শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জ্ঞান অর্জনের মাধ্যমে সম্পদশালী হওয়া সম্ভব: তাজুল ইসলাম

0

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অতীতে দেশ দখল করে সম্পদ অর্জন করা হতো। বর্তমানে তার আর দরকার হয় না। এখন জ্ঞান অর্জনের মাধ্যমে সম্পদশালী হওয়া সম্ভব। জ্ঞানই আলো এবং সমৃদ্ধির উৎস। জ্ঞানের আধার হচ্ছে বই এবং লাইব্রেরি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বই হচ্ছে মানুষের অকৃত্রিম বন্ধু। বইপাঠের মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে। বইপাঠ মানুষকে অনন্ত সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়। বই লেখকের জ্ঞান, অভিজ্ঞতা এবং স্বপ্ন প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত করে। জ্ঞানের এ অগ্রসরতাই সভ্যতাকে এগিয়ে নেয়।

এ সময় তিনি বইপাঠের সাথে সাথে সবাইকে তথ্যপ্রযুক্তি জ্ঞান, চতুর্থ শিল্প বিপ্লব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করারও আহ্বান জানান।