Home Blog Page 1658

ঢাকা বাদে সব মহানগরে বিএনপির পদযাত্রা আজ

0

১০ দফা দাবিতে রাজধানী ঢাকা বাদে দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। পদযাত্রা কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন।

মহানগরগুলো হলো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর।

ময়মনসিংহ মহানগরের পদযাত্রার নেতৃত্ব দেবেন বিএনপি নেতা মির্জা আব্বাস, নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে সেলিমা রহমান, রাজশাহীতে ইকবাল হাসান মাহমুদ, খুলনায় বরকত উল্লা, কুমিল্লায় মো. শাহজাহান, গাজীপুরে এ জেড এম জাহিদ হোসেন, ফরিদপুরে শামসুজ্জামান এবং রংপুরে সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

0

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩২২২ পিস ইয়াবা, ৭৫ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ৪৫ হাজার

0

তুরস্ক-সিরিয়ায় গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ৩৯ হাজার ৬৭২ এবং সিরিয়ায় ৫৮০০ মানুষের মৃত্যু হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৬৭২ জনে পৌঁছেছে। সিরীয় সরকার এবং জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পে সিরিয়ায় মারা গেছেন অন্তত ৫ হাজার ৮০০ জন।

দুই দেশে এখনো উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।

ভারতে কর ফাঁকির দায়ে অভিযুক্ত বিবিসি

0

ভারতে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) কর দেয়া নিয়ে অনিয়ম করেছে। এমনটাই অভিযোগ করেছে দেশটির আয়কব বিভাগ।

টানা ৬০ ঘণ্টা বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশি চালানোর একদিন পর শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এই অভিযোগ করা হলো।

বিবিসি জানিয়েছে, বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে টানা তিনদিন তল্লাশি চালানোর পর ভারতের আয়কর বিভাগ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। তবে বিবৃতিতে সরাসরি বিবিসির নাম উল্লেখ করা হয়নি।

শুক্রবার ভারতের আয়কর বিভাগ বিবৃতিতে জানায়, তারা হিন্দি, ইংরেজিসহ বিভিন্ন ভারতীয় ভাষায় সম্প্রচারকারী একটি ‘বিশিষ্ট আন্তর্জাতিক গণমাধ্যম কোম্পানির’ দিল্লি ও মুম্বাই কার্যালয়ে একটি তল্লাশি অভিযান চালিয়েছে। তারা সেখানে প্রতিষ্ঠানটির হিসাবের খাতা পর্যালোচনা করে অনিয়ম দেখতে পেয়েছে।

আয়কর বিভাগ বলেছে, আমরা দেখতে পেয়েছি প্রতিষ্ঠানটি যে পরিমাণ আয় এবং মুনাফা দেখিয়েছে তা তাদের এই দেশে কার্যক্রমের পরিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনুসন্ধানের ফলাফল থেকে আমরা দেখতে পেয়েছি যে, প্রতিষ্ঠানটি বিদেশি নিয়ন্ত্রকরা বেশ কিছু রেমিট্যান্সকে আয় হিসেবে দেখায়নি এবং করও দেয়নি।

সূত্র: বিবিসি

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

0

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় টানা দ্বিতীয় দিনের মতো শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩২৯ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় ছিল।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পরিমাপকারী সংস্থা আইকিউ এয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, ২৬৬ স্কোর নিয়ে এ তালিকায় পরের স্থানে রয়েছে ঘানার আক্রা। এরপরই রয়েছে চীনের বেইজিং (২২৩)।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর। আর ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয় যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

আজ থেকে চালু হচ্ছে মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন

0

আজ শনিবার থেকে চালু হচ্ছে বহুল আলোচিত মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন।

গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ কথা জানান।

ওই দিন তিনি বলেন, আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ‘উত্তরা সেন্টার’ স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। আর মিরপুর-১০ স্টেশন চালু করা হবে ১ মার্চ থেকে। এছাড়া আগামী মার্চ মাসের মধ্যেই উত্তরা-আগারগাঁও অংশে থাকা বাকি স্টেশনগুলো চালু করা হবে।

ওই দিন এম এ এন ছিদ্দিক বলেন, মার্চ মাসের মধ্যে সব ক’টি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেওয়া শুরু হবে। আর জুলাই থেকে পুরোদমে শুরু হবে ট্রেন চলাচল। তখন ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রো ট্রেন চলবে।

উত্তরা সেন্টার ও মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হয়ে গেলে মেট্রোরেলের পাঁচটি স্টেশনের যাত্রা শুরু হবে। তখন শুধু চারটি স্টেশন-‘উত্তরা দক্ষিণ’, ‘মিরপুর-১১’, ‘কাজীপাড়া’ ও ‘শেওড়াপাড়া’ বাকি থাকবে।

বিশ্বে একদিনে আক্রান্ত ১ লাখের ঊর্ধ্বে, মৃত্যু ৬ শতাধিক

0

মহামারির আড়াই বছর পেরিয়ে গেলেও শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় বিশ্বজুড়ে অব্যাহত আছে দৈনিক সংক্রমণ-মৃত্যু। তবে প্রথম দুই বছর, অর্থাৎ ২০২০ ও ’২১ সালের তুলনায় চলতি বছর অনেকটাই কমে এসেছে এ রোগে আক্রান্ত হওয়া ও প্রাণহানির হার।

শুক্রবার বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৮০৭ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ৬০৭ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৪ হাজার ৩৩৯ জন।

মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে জানা গেছে এসব তথ্য।

শুক্রবার করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু-আক্রান্তের হিসেবে শীর্ষে ছিল জাপান; দেশটিতে এদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৬০৬ জন এবং এ রোগে মারা গেছেন ১৪১ জন।

জাপান ব্যতীত আরও যেসব দেশে এ দিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— যুক্তরাষ্ট্র (মৃত ১১০ জন, নতুন আক্রান্ত ৯ হাজার ৯৯৯ জন), তাইওয়ান (মৃত ৭৮ জন, নতুন আক্রান্ত ১৫ হাজার ৪৪০ জন), রাশিয়া (মৃত ৩৮ জন, নতুন আক্রান্ত ১৫ হাজার ৩৫৯ জন) এবং ব্রাজিল (মৃত ৩৩, নতুন আক্রান্ত ১৭ হাজার ১৬৯)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৬ লাখ ৫০ হাজার ২১৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৬ লাখ ৯ হাজার ৩২২ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪০ হাজার ৮৯২ জন।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৭ কোটি ৮৪ লাখ ৬১ হাজার ২০০ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৭ লাখ ৮৯ হাজার ৩৫৬ জনের।

এছাড়া গত প্রায় তিন বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৫ কোটি ১০ লাখ ২১ হাজার ৬৩০ জন।

মাওলানা মামুনুল হকের মুক্তি সহ ১০ দফা বিক্ষোভ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস

0

সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ আলেমদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১০ দফা দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

আজ শুক্রবার (১৭ ফেসব্রুয়ারি) বাদ জুমা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আসন্ন রমজানের পূর্বেই মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মনির হোসাইন কাসেমী, মাওলানা মাঈনুল ইসলাম খন্দকার, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ কারাবন্দী সকল আলেমদের মুক্তি দিতে হবে।

তিনি আরও বলেন, জনতার ভাষা বুঝার চেষ্টা করুন। অত্যাচার-নির্যাতন করে ক্ষমতা টিকে থাকা যায় না। রমজান বিজয়ের মাস, এই মাসেই আমরা আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ।

তিনি বিতর্কিত পাঠ্যবই প্রত্যাহারের জন্য সরকারকে সাধুবাদ জানিয়ে বলেন, অবিলম্বে নাস্তিক মুরতাদের অংশগ্রহণে গঠিত শিক্ষা-সিলেবাস প্রণয়ন কমিটি বাতিল করে,ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করতে হবে । পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী লেখা সম্পৃক্তসহ সকল অপকর্মের দায়-দায়িত্ব গ্রহণ করে অথর্ব শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, মাওলানা মামুনুল হককে কলংকৃত করার জন্য ষড়যন্ত্র করেছেন। কিন্তু তিনি আজ এদেশের কোটি মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আদালতের দোহাই দিয়ে মাও মামুনুল হককে বন্দি করে রাখা যাবে না। আপনারা নিজেরাই আদালতের নির্দেশনা মানেন না। লিখিত অনুমতি নিয়ে মাওলানা মামুনুল হকের ছেলে, তার বাবার সাথে কথা বলতে গিয়েছিলো। কিন্তু সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আদালতের সেই অনুমতি পত্র ছুড়ে ফেলে দিয়েছেন।

ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আতাউল্লাহ আমীনের সভাপতিত্বে ও মাওলানা আনোয়ার রাজীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা হাসান জুনাঈদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এহসানুল হক, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবু হানিফ নোমানী প্রমুখ।

প্রাণিসম্পদ খাতকে গণমাধ্যম আরও বিকশিত করতে পারে : পররাষ্ট্রমন্ত্রী

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ক্ষেত্রেই গণমাধ্যম জবাবদিহির মাধ্যমে রাষ্ট্রব্যবস্থাকে আরও এগিয়ে নিতে পারে।

তিনি বলেন, যে সমস্ত সাফল্য এবং উন্নয়ন সেগুলো গণমাধ্যমের মাধ্যমে জনগণ জানতে পারে। তাছাড়া গণমাধ্যমে সরকারের ভুলত্রুটিগুলো উত্থাপিত হলে সরকারও সচেতন হয় এবং তার সমালোচনাগুলো শুধরাতে পারে।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীতে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত : সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক সাংবাদিকদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ বিভাগের এলডিডিপি প্রকল্প এবং পরিপ্রেক্ষিতের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ বিভাগের মহাপরিচালক ডা. মুহাম্মাদ এমদাদুল হক তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম বিশেষজ্ঞ মনজুরুল আহসান বুলবুল, পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর এবং এলডিডিপি প্রধান টেকনিক্যাল কর্মকর্তা ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে আব্দুল মোমেন বলেন, অনেক সময় গণমাধ্যমের কোনো কোনো সাংবাদিক বিভিন্ন বক্তব্য টুইস্ট করেন। ফলে সত্য আড়াল হয় অথবা সত্য বিকৃত হয়। এটা ঠিক নয় বলে উল্লেখ করে তিনি প্রত্যাশা করেন গণমাধ্যম বক্তার বক্তব্যকে টুইস্ট করবে না।

পররাষ্ট্রমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, গতকাল আমি সিলেটে এসেছি। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, এত বিদেশি কূটনীতিক বাংলাদেশে এসেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বাংলাদেশ সফর নিয়ে তারা আমার কাছে জানতে চান। আমি বললাম দু’দেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে এবং আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু একটি গণমাধ্যমে লেখা হলো, আমাদের ভুল বোঝাবুঝির অবসান হতে চলেছে। এ ধরনের কোনো কথাই আমি বলিনি।’ এই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দায়িত্বশীল গণমাধ্যম সরকারের জন্য এবং জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মেয়েরাই একদিন দেশ চালাবে : মমতা

0

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি বিশ্বাস করি নারীদের ক্ষমতায়নে আমরা সারা বিশ্বে এক নম্বরে। এই মেয়েরাই একদিন দেশ চালাবে, বিশ্ব চালাবে।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বাঁকুড়ার ২ নম্বর ব্লকের বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বহুদিন ধরে উদ্বোধন করা প্রকল্প কেন বাস্তবায়িত হচ্ছে না?‌ তা নিয়েও জেলা প্রশাসনকে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মমতা। পঞ্চায়েত নির্বাচনের আগে এবারও বাঁকুড়া জেলা থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। নতুন হাইওয়ে তৈরির জন্য রাজ্য সরকার মোট ৩ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানিয়েছেন তিনি।

মমতা ঘোষণা করেন, দক্ষিণবঙ্গ থেকে সোজা উত্তরবঙ্গের সংযোগকারী রাস্তা তৈরি করছে রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে শুরু হয়ে সড়ক জয়রামবাটি–কামারপুকুর থেকে বর্ধমানের মধ্যে দিয়ে মোরগ্রাম হয়ে সোজা চলে যাবে উত্তরবঙ্গে। এটা বাঁকুড়ার প্রাপ্তি।

সূত্র : হিন্দুস্তান টাইমস