সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ আলেমদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১০ দফা দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
আজ শুক্রবার (১৭ ফেসব্রুয়ারি) বাদ জুমা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আসন্ন রমজানের পূর্বেই মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মনির হোসাইন কাসেমী, মাওলানা মাঈনুল ইসলাম খন্দকার, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ কারাবন্দী সকল আলেমদের মুক্তি দিতে হবে।
তিনি আরও বলেন, জনতার ভাষা বুঝার চেষ্টা করুন। অত্যাচার-নির্যাতন করে ক্ষমতা টিকে থাকা যায় না। রমজান বিজয়ের মাস, এই মাসেই আমরা আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ।
তিনি বিতর্কিত পাঠ্যবই প্রত্যাহারের জন্য সরকারকে সাধুবাদ জানিয়ে বলেন, অবিলম্বে নাস্তিক মুরতাদের অংশগ্রহণে গঠিত শিক্ষা-সিলেবাস প্রণয়ন কমিটি বাতিল করে,ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করতে হবে । পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী লেখা সম্পৃক্তসহ সকল অপকর্মের দায়-দায়িত্ব গ্রহণ করে অথর্ব শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, মাওলানা মামুনুল হককে কলংকৃত করার জন্য ষড়যন্ত্র করেছেন। কিন্তু তিনি আজ এদেশের কোটি মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আদালতের দোহাই দিয়ে মাও মামুনুল হককে বন্দি করে রাখা যাবে না। আপনারা নিজেরাই আদালতের নির্দেশনা মানেন না। লিখিত অনুমতি নিয়ে মাওলানা মামুনুল হকের ছেলে, তার বাবার সাথে কথা বলতে গিয়েছিলো। কিন্তু সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আদালতের সেই অনুমতি পত্র ছুড়ে ফেলে দিয়েছেন।
ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আতাউল্লাহ আমীনের সভাপতিত্বে ও মাওলানা আনোয়ার রাজীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা হাসান জুনাঈদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এহসানুল হক, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবু হানিফ নোমানী প্রমুখ।