স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তারা। সেখানো তারা সুপারনিউমারি (পদ না থাকলেও পদোন্নতি) পদোন্নতিসহ বেশ কিছু দাবি তুলে ধরেছেন। মন্ত্রী তাদেরকে এসব দাবি দাওয়া লিখিত আকারে দিতে বলেছেন।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মন্ত্রীর সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে তিনি জানান, তারা পুলিশ ক্যাডারদের মতো ইন-সিটু প্রমোশনের প্রক্রিয়া অনুসরণ করে ইন্সপেক্টরদের পদোন্নতি দিয়ে আগের দায়িত্বেই বহাল রাখার দাবি করেছেন। এছাড়া নন-ক্যাডার নীতিমালা অনুযায়ী, নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে পদোন্নতির দাবি করছেন তারা।
এছাড়া এসআই/সার্জেন্ট পদটি দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হওয়া স্বত্বেও তাদের র্যাংক ব্যাজের নীল/লাল ফিতা তুলে নেয়া, এছাড়াও এসআই এবং ইন্সপেক্টর র্যাংক ব্যাজ উন্নীত করার বিষয়টি পুলিশ হেডকোয়ার্টারে ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, এ ক্ষেত্রে সময় বেঁধে দিয়ে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা, কনস্টেবলদের বিভাগীয় পরীক্ষায় একবার পাস করলে সেখান থেকে প্রমোশন লিস্ট (পিএল) করে ক্রমান্বয়ে পদোন্নতি দেয়ার দাবিও জানানো হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, তারা পদোন্নতিসহ আরও বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে এসেছেন। পুলিশ সদর দফতরের কর্মকর্তাদের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।









