শনিবার | ১ নভেম্বর | ২০২৫

ভিসা নিষেধাজ্ঞায় পুলিশের ইমেজ সংকট হবে না : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা জারির কারণে পুলিশের ইমেজ সংকট হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, ভিসা নীতিতে পুলিশের ইমেজকে সংকটে ফেলবে না বলে আমি মনে করছি।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরান পল্টনে ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

বাংলাদেশের মানবাধিকার, বাক স্বাধীনতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বাংলাদেশের সরকারি দল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচারক ও বিরোধী রাজনৈতিক দলের নেতারাসহ সাত ধরনের লোককে অন্তর্ভুক্ত করার কথা বলেছে আমেরিকা।

পুলিশ নিয়ম ও আইনের ভেতর থেকে কাজ করছে উল্লেখ করে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকেও আমরা ছাড় দেই না। কোনো ঘটনা সংগঠিত হলে আমরা তদন্ত কমিটি করে ব্যবস্থা নিচ্ছি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img