বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যূনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণ-অভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না।
সোমবার (১৭ মার্চ) শরীয়তপুরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা জালালুদ্দিন বলেন, যে দেশে আছিয়ার মতো ছোট্ট শিশুরা নিরাপদ না, সেই দেশে ধর্ষকদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। আর কারও যেন আছিয়ার মতো করুণ পরিণতি না হয়, শিশুদের জন্য নিরাপদ হোক দেশ। আর ফ্যাসিস্ট অপশক্তির দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ দবির হোসেন শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, শরীয়তপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমান, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ।