ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি দেখা গেছে। বায়ুদূষণের তালিকায় শীর্ষ ১০-এ নেই রাজধানী ঢাকা।
শুক্রবার বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৮টা ৩০ মিনিটের এর রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১০২, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। তালিকায় ঢাকার অবস্থান ১১ম।
অন্যদিকে, বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রযেছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমান ১৯৬, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে— নেপালের কাঠমান্ডু (১৯০), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬৪), মিসরের কায়রো (১৬০) ও থাইল্যান্ডের চিয়াং মাই (১৫৩)।
আইকিউএয়ার হিসাব অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।