মঙ্গলবার, মে ২০, ২০২৫

বিকেলের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা

spot_imgspot_img

ঢাকাসহ দেশের ১৩ জেলার কিছু জায়গায় সোমবার (১৯ মে) বিকেলের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময় এসব জেলার কিছু জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাস থেকে জানা গেছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অধিদপ্তর বলছে, স্থানগুলোতে বজ্রপাত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এ জন্য বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

বজ্রপাত চলাকালীন ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শোনা যাবে, সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই থাকতে হবে। হাওর অঞ্চলের জেলাগুলোতে বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কার কথা বলা হয়েছে। হাওরাঞ্চল তুলনামূলক বেশি বজ্রপাতপ্রবণ এলাকা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img