রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

হাদি হ’ত্যার শাস্তির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। আন্দোলনরত ছাত্র-জনতা মহাসড়কের ওপরেই মাগরিবের নামাজ আদায় করেন। নামাজের আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শহীদ ওসমান হাদির বোন জামাতা আমির হোসেন।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

আমির হোসেন বলেন, আমাদের পরিবারের কোনো সিদ্ধান্ত হাদির পরামর্শ ছাড়া নেওয়া হতো না। আজ হাদি আমাদের মাঝে নেই। আমাদের পরিবারে কেউ বিক্রি হওয়ার মতো নয়। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

আমির হোসেন আরও বলেন, হাদির মৃত্যুর খবরে দেশের ১৮ কোটি মানুষ কেঁদেছে। আপনারা সবাই আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকার অনুরোধ করছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ