মিয়ানমারের রাখাইন প্রদেশের অভ্যন্তরে দেশটির দুই গোষ্ঠীর মধ্যে চলা সংঘাতের জেরে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যংয়ে গুলিবিদ্ধ হয়ে আফনান (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফ আসনে বিএনপির প্রাথী শাহজাহান চৌধুরী ও জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারি। তারা দুইজনই একসাথে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং তিন দফা দাবির প্রেক্ষিতে দুপুরের পরে জনতা অবরোধ তুলে নেয়। এ সময় উত্থাপিত দাবিগুলো হলো, অনতিবিলম্বে সীমান্তে অবস্থানরত দুর্বৃত্তদের অপসারণ করতে হবে, আহতদের চিকিৎসাসহ দায়িত্ব নিতে হবে এবং সীমান্ত নিরাপত্তায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রোববার (১১ জানুয়ারি) সকালে এ ঘটনার পরপরই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। হোয়াইক্যংয়ের কক্সবাজার-টেকনাফ মহাসড়কস্থ তেচ্ছিব্রিজ এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে।
বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, আমরা সীমান্তের জনগণ শান্তি চাই, জনগণ সেনাবাহিনী ও আমাদের কথায় আশ্বস্ত হয়ে শান্ত হয়েছে। সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন দুর্বৃত্তদের সীমান্ত থেকে উচ্ছেদ করা হয়।
জামায়াতের প্রার্থী ও দলটির জেলা আমির নুর আহমদ আনোয়ারি বলেন, আমার বড় ভাই শাহজাহান চৌধুরীসহ আমরা এসে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। সরকারসহ সংশ্লিষ্টদের সীমান্ত নিরাপত্তায় জোর দেওয়ার অনুরোধ করছি।











