বৃহস্পতিবার | ৬ নভেম্বর | ২০২৫

হেফাজতের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁওস্থ মাখজানুল উলুম মাদরাসার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী, কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ও কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা মুহিবুল হক গাছবাড়ী, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রব ইউসুফী, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আবদুল আউয়াল, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা নেজাম উদ্দীন, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা আবদুল্লাহ মুহাম্মদ হাসান, মাওলানা আবদুর হালীম, মাওলানা আবদুল বাসেত আজাদ, মাওলানা আবদুল বসির, যুগ্মমহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজি, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা সাখাওয়াত হোসাইন,

মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা জাফর আহমদ, মুফতি মনির হোসেন কাসেমী, মাওলানা নাজমুল হাসান, মুফতী সাইফুদ্দীন কাসেমী, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলান গোলাম মহিউদ্দীন ইকরাম, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা মুফতি এনামুল হক কাসেমী, মাওলানা মুফতি কুতুব উদ্দীন নানুপুরী, মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মাওলানা ড. হারুন আজিজী নদভী, কবি মুহিব খান, মাওলানা জাকির হোসেন কাসেমী প্রমুখ।

সভাপতির বক্তব্যে হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, বাতিলের মূলোৎপাটন করতে হেফাজত ইসলামের সৃষ্টি হয়েছে। হেফাজতে ইসলামের দায়িত্ব পাওয়া বড় কথা নয়। দায়িত্ব সঠিকভাবে পালন করাটাই বড় কথা। আমাদের দায়িত্ব যথাযথভাবে আদায় করতে হবে।

তিনি বলেন, আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে মামলাসহ সকল ওলামায়েকেরামের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করতে হবে। পদ-পদবী আমাদের উদ্দেশ্য নয়, আমাদের কাজ আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img