চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষে তিন পুলিশ নিহতের ঘটনায় একটি পত্রিকার ফেসবুক পেইজে কমেন্ট সেকশনে “আলহামদুলিল্লাহ” লিখে কমেন্ট করায় এক মাদরাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এর একটি টিম।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে সিআইডির সাইবার ইন্টেলিজেন্সের একটি দল রায়গঞ্জ থেকে মুহাম্মাদ আব্দুল্লাহ আল আমিন নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। তার বাড়ি উল্লাপাড়া উপজেলায়; তিনি ধানগড়া মহিলা মাদরাসায় শিক্ষকতা করেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (ক্রাইম) মুহাম্মাদ রেজাউল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মাদ রেজাউল মাসুদ জানান, তার বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল্লাহ তার অপরাধ স্বীকার করেছেন।









