শনিবার | ৩ জানুয়ারি | ২০২৬
spot_img

টিএসসিতে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় টিএসসি চত্বরে আয়োজিত এ দোয়া মাহফিলে কোরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাসে তাঁর ভূমিকা অবিস্মরণীয়। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন নেতৃত্ব দেশের রাজনীতিতে একটি আলাদা উচ্চতা তৈরি করেছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ