শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

আমেরিকা থেকে বিমানে বাংলাদেশে আসা ১৮টি গরু জব্দ

আমেরিকা থেকে আমদানি করা ব্রাহমা জাতের ১৮টি গরু জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানির অনুমতি না থাকায় এবং গরুর আমদানীকারককে না পাওয়ায় এগুলোকে জব্দ করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) দুপুরে গরুগুলো তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

জানা গেছে, ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী ১৮টি গরুর আমদানীকারক সাদেক এগ্রো। তবে বিমানবন্দরে গরুগুলো আসলেও সেগুলোকে নিতে আসেনি কেউ প্রতিষ্ঠানটির কেউ। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এসে নিশ্চিত করেন গরুগুলো ব্রাহমা জাতের। গরুগুলোকে সাময়িকভাবে প্রাণিসম্পদ অধিদফতরের হেফাজতে রাখা রাখা হয়েছে।

বিল অব এন্ট্রিতে সবগুলো গরুর মূল্য ধরা হয়েছে ৪০ হাজার ডলার। তবে কাস্টমস কর্মকর্তারা ধারণা করছেন গরুগুলো প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img