শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

মুফতী নোমান কাসেমীকে আই টিভি ইউএস এর পক্ষ হতে সম্মাননা প্রদান

বাংলাদেশের পরিচিত প্রতিষ্ঠান “আল-মারকাযুল হানাফী বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, তরুণ আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও আলোচক মুফতী মুহাম্মদ নোমান কাসেমীকে আই টিভি ইউএস এর পক্ষ্য হতে সম্মানা এওয়্যার্ড প্রদান করা হয়।

গত শুক্রবার (২ জুলাই, ২০২১ ইং) আমেরিকার সুপ্রশিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলূম নিউইয়র্কের মসজিদে আনুষ্ঠানিকভাবে এ এওয়ার্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সদর আলহাজ¦ বরকত উল্লাহ, শায়খুল হাদীস মাওলানা রফীকুল ইসলাম, মাওলানা আজীজুর রহমান, হাজী ক্যাম্প মসজিদের ইমাম মাওলানা মনজুরুর করীম ও আই টিভি ইউএস এর প্রধান নির্বাহী মাওলানা শহীদুল্লাহ প্রমুখ।

বরকত উল্লাহ সাহেব বলেন, মুফতী নোমান কাসেমী বাংলাদেশের একজন পরিচিত তরুণ আলেম। তার দ্বারা দ্বীনের অনেক খেদমত হচ্ছে। এ সকল আলেমদের সামনে এগিয়ে দেয়া আমাদের দায়িত্ব।

মাওলানা ফজলুর রহমান বলেন, মাওলানা নোমান কাসেমীকে আমি আগ থেকেই চিনি, ইউটিউবে আমি তার বিষয়ভিত্তিক কয়েকটি বয়ান শুনেছি। মাশা-আল্লাহ তিনি বেশ সুন্দর এবং গোছালো আলোচনা করেন।

মাওলানা শহীদুল্লাহ বলেন, মুফতী নোমান কাসেমী চতুর্মুখি যোগ্যতার অধিকারী একজন আলেম। প্রাতিষ্ঠানিক কার্যক্রম, বয়ান-বক্তৃতা ও লেখালেখির মাধ্যমে তার খেদমতগুলো আসলেই প্রশংসার দাবি রাখে। তাকে সম্মাননা এওয়্যার্ড প্রদান করতে পেরে আই টিভি কর্তৃপক্ষও আনন্দিত।

আই টিভি ইউএস এর পক্ষ্য হতে মুফতী নোমান কাসেমীকে সম্মানিত করার জন্য তিনি তাদের শুকরিয়া জ্ঞাপন করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

জানা গেছে গত রমজানে মুফতী মুহাম্মদ নোমান কাসেমী “মাসজিদ আল-আমান” ওজনপার্ক, নিউইয়র্কে প্রতিদিন বাদ আসর কুরআনের তাফসীর করেন এবং জুমা ও তারাবীহ পড়ান। বর্তমানে তিনি দারুল উলুম নিউইয়র্কে অবস্থান করছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img