বাংলাদেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে অতিমাত্রায় ভারতনির্ভরতা কমিয়ে স্বনির্ভর ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়েছে। জাতীয় নিরাপত্তা, তথ্য সুরক্ষা ও অর্থনৈতিক স্বার্থের কথা তুলে ধরে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি, আন্তর্জাতিক ব্যান্ডউইথ, সফটওয়্যার সেবা, নেটওয়ার্ক মেইনটেন্যান্স, ভেন্ডর সাপোর্ট, কল সেন্টার, আইটি আউটসোর্সিংসহ বিভিন্ন কোর নেটওয়ার্ক সেবায় দীর্ঘদিন ধরে ভারতীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের আধিপত্য তৈরি হয়েছে। এর ফলে দেশীয় দক্ষ জনশক্তি বঞ্চিত হচ্ছে, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে এবং জরুরি সময়ে দেশের যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।











