মঙ্গলবার | ১৩ জানুয়ারি | ২০২৬
spot_img

আইসিটিতে ভারতনির্ভরতা কমানোর দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

বাংলাদেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে অতিমাত্রায় ভারতনির্ভরতা কমিয়ে স্বনির্ভর ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়েছে। জাতীয় নিরাপত্তা, তথ্য সুরক্ষা ও অর্থনৈতিক স্বার্থের কথা তুলে ধরে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি, আন্তর্জাতিক ব্যান্ডউইথ, সফটওয়্যার সেবা, নেটওয়ার্ক মেইনটেন্যান্স, ভেন্ডর সাপোর্ট, কল সেন্টার, আইটি আউটসোর্সিংসহ বিভিন্ন কোর নেটওয়ার্ক সেবায় দীর্ঘদিন ধরে ভারতীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের আধিপত্য তৈরি হয়েছে। এর ফলে দেশীয় দক্ষ জনশক্তি বঞ্চিত হচ্ছে, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে এবং জরুরি সময়ে দেশের যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ