মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে আলেম সমাজকে নিয়ে ভাবতে হবে: এ এম এম বাহাউদ্দীন

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, বাংলাদেশে ৯২ শতাংশ মুসলিম। যারা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য চিন্তা করছেন, তাদের আলেম সমাজকে নিয়ে ভাবতে হবে। আলেম সমাজকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভাবতে হবে।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর মহাখালিতে গাউসুল আজম কমপ্লেক্সে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ এম এম বাহাউদ্দীন বলেন, আগামী দিনে বাংলাদেশকে অর্থনৈতিক শক্তি, জনসংখ্যাগত যে শক্তিতে রূপান্তর করার কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বিশ্বে বাংলাদেশের স্থান হবে তৃতীয় বৃহত্তম শক্তিশালী জনসংখ্যার মুসলিম রাষ্ট্র।

তিনি বলেন, কিশোর গ্যাংসহ নানা অপরাধে আমাদের সমাজের শৃঙ্খলা ভেঙে গেছে। এমন কোনো অপরাধ নেই যা বর্তমান বিশ্বে সংঘটিত হচ্ছে না। বিশ্বের অনেক সম্পদশালী রাষ্ট্র সমাজকে ঠিক করতে না পারার কারণে আজ অনেক পিছিয়ে। বাংলাদেশের সৌভাগ্য এদেশে আলেম সমাজ খুবই সুশৃঙ্খল।

জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি বলেন, এই দেশে ৫ লাখ মসজিদ আছে, কয়েক লাখ কাজী আছে, ৫ লাখ মসজিদের সাথে ইমাম- মুয়াজ্জিন আছে। আলিয়া মাদ্রাসায় ৩ লাখ শিক্ষক ও ৭০ লাখ ছাত্র-ছাত্রী আছে। কওমি মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। যারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতার চিন্তা-ভাবনা করছেন, তাদের ভাবনায় আলেম সমাজকে রাখা উচিত, তাদের নিয়ে ভাবা উচিত।

এতে আরও উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবেদীন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ইউসুফি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতী ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, জামায়াতে ইসলামীর সহকারী মহাসচিব মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোশাররফ হোসেন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা খলীলুর রহমান মাদানী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র মোহাম্মদ ওসমান বিন হাদী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img