সোমবার, মে ১৯, ২০২৫

মন্ত্রীত্ব হারিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়

spot_imgspot_img

অবশেষে মন্ত্রীত্ব হারিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলে যোগদান করলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়।

গত ৩১ জুলাই বিজেপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন গায়ক থেকে রাজনীতিবিদ হওয়া এই নেতা। সেসময় তিনি অন্য কোনো দলে যোগ না দেওয়ার কথাও জানিয়েছিলেন। গত মে মাসে বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়লাভ করার পর এ নিয়ে পাঁচ জন বিজেপি নেতা তৃণমূলে যোগ দিলেন।

শনিবার ‍(১৮ সেপ্টেম্বর) বাবুল সুপ্রিয় সাংবাদিকদের কাছে তৃণমূলে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, যদি আপনার সুযোগ আসে, তখন আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত এবং আমি সেটাই করেছি।

এর আগে ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজেপির হয়ে প্রচারণার নামার কথা ছিল বাবুলের। আগামী ৩০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচন অংশ নেবেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিরুদ্ধে এই আসনে লড়বেন পশ্চিমবঙ্গে বিজেপির যুব শাখার সহসভাপতি প্রিয়াংকা টিবরিওয়াল।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img