শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

আল্লামা বাবুনগরীর দশ বছরের তাকরীর সংকলনে বের হয়েছে ”তাকরীরে সহীহ মুসলিম”

দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর
দীর্ঘ দশ বছর পাঠদানের ব্যাখ্যা সংকলনে প্রকাশিত হয়েছে ইলমে হাদীসের সর্বাধিক সমাদৃত কিতাব সহীহ মুসলিম শরীফের অনবদ্য ব্যাখ্যাগ্রন্থ ”তাকরীরে মুসলিম”।

দীর্ঘ দশ বছর মুসলিম শরীফের দরসের তাকরীর সংকলনের গুরু কাজটি করেছেন দারুল উলুম হাটহাজারীর সাবেক ছাত্র ঢাকা মারকাযু ফিকরিল উম্মাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী হোসাইন আহমদ জাবের।

  • ব্যাখ্যাগ্রন্থটির বিশেষ কিছু বৈশিষ্ট্য:
  • ব্যাখ্যাগ্রন্থটির শুরুতে ইলমুল হাদীসের উপর মূল্যবান ভূমিকা সংকলন করা হয়েছে।
  • মুল বাহাছের হাদীস উল্লেখ করে এর সাবলীল অনুবাদ, হাদীস সংক্রান্ত প্রাসঙ্গিক আলোচনা করা হয়েছে।
  • কঠিন আলফাজ সমূহের তাহকিক।
  • সনদ বিশ্লেষণ।
  • বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রে আসে এমন সব এখতেলাফি মাসআলার সারসংক্ষেপ উল্লেখ।
  • বর্তমান প্রেক্ষাপটে হাদীসের আবেদন কি তা চিহ্নিত করা।

হাদীসের ما تحت আল্লামা শাব্বির আহমদ উসমানী (রহ.) রচিত কালজয়ী ভাষ্য ফাতহুল মুলহীমের সারসংক্ষ উল্লেখ করা হয়েছে।

ব্যাখ্যাগ্রন্থটি সম্পর্কে হাটহাজারী মাদরাসার মজলিশে এদারীর প্রধান, আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী বলেন, সাধারণত মুসলিম শরীফের পূর্ণাঙ্গ ও সমৃদ্ধ ব্যাখ্যাগ্রন্থ পাওয়া যায় না। সে হিসেবে এমন একটি ব্যখ্যাগ্রন্থের খুবই প্রয়োজন ছিলো। এ তাকরীরে মুসলিম তাকমীলের উস্তায এবং ছাত্রদের জন্য অনেক উপকারী হবে ইন শা আল্লাহ।

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, তালিবুল ইলমরা এই তাকরীরে মুসলিমের মাধ্যমে তাকমিল জামাতের অধিকাংশ কিতাবের ইখতিলাফি মাসআলা সহ অন্যান্য বাহাছগুলো সহজে আয়ত্ত করতে পারবে। বোর্ড পরীক্ষার্থীদের জন্য এই তাকরীর অত্যন্ত সহায়ক হবে। মূল তাকরীরের শুরুতে থাকা উলুমে হাদীসের ভূমিকা হাদীসের শিক্ষার্থীদের জন্য বিশেষ উপকারী হবে।

সব মিলিয়ে সহীহ মুসলিম শরীফের অনবদ্য একটি ব্যখ্যাগ্রন্থ হয়েছে “তাকরীরে মুসলিম শরহে সহীহ মুসলিম”।

মাকতাবাতুশ শরীয়াহ যাত্রাবাড়ী, ঢাকা থেকে প্রকাশিত উন্নত বাইন্ডিং, মসৃণ ও চকচকে কাগজে ছাপা ৪২৪ পৃষ্ঠার তাকরীরে মুসলিমে আল্লামা বাবুনগরীর সুদীর্ঘ দশ বছর মুসলিম শরীফের দরসের তাকরীর সংকলন করা হয়েছে।

প্রাপ্তিস্থান:
মাকতাবাতুশ শরীয়াহ,যাত্রাবাড়ী, ঢাকা।
জাকারিয়া লাইব্রেরি, ডাকবাংলো রোড,হাটহাজারী, চট্টগ্রাম।
০১৭৬৫০৭২৫৭০

যোগাযোগ –
০১৮১৯-৩৮৫৯৪৯ (সংকলক)
০১৮৩৩-৯০৮৬৭৭ (সম্পাদক)

অনলাইনে অর্ডার:
ইমদাদুল্লাহ সাজ্জাদ
০১৯৯২৯৩০১৬৬

spot_img
spot_img

এই বিভাগের

spot_img