শনিবার | ১ নভেম্বর | ২০২৫

খালেদা জিয়ার চিকিৎসায় মানবিক আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মানবিক আবেদন করতে হলে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হবে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে মতামত চাইতে পারে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তিনি আজকে মুক্ত ও এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন। সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখ হাসিনার কারণে পাচ্ছেন। তারপরও তারা আবেদন করলে দেখা যাবে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি আইন ভঙ্গ করেন তাহলে আইন আইনের গতিতে চলবে। আইনিভাবেই তাদের মোকাবিলা করা হবে।

এ সময় আখাউড়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img