বুধবার | ১৬ জুলাই | ২০২৫

ভেনিজুয়েলায় প্রবল বর্ষণে ১৫ জনের মৃত্যু

spot_imgspot_img

ভেনিজুয়েলার আনদেসে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট কাদাপানির ঢল ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে মেরিদার কর্মকর্তা জেহিসন গুজমান এ তথ্য জানান।

ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় মেরিদা রাজ্যের কৃষি এলাকা মোকোটিজ ভ্যালিতে সাত দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সেখানের বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

মেরিদা গভর্নর রামন গুয়েভারা জানান, মোকোটিজ নদীর পাড় পানির চাপে ভেঙ্গে যাওয়ায় টোভার গ্রামে ব্যাপক বন্যা হয়েছে। গ্রামটির বিদ্যুৎ ও টেলিফোন ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সূত্র: বাসস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img