শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

সুনামগঞ্জ জেলায় স্বস্তির বৃষ্টি বর্ষণ

গত কয়েকদিনে ২৬ বছরের তাপমাত্রার রেকর্ড অতিক্রম করা তাপপ্রবাহ ছিল প্রায় সারাদেশে। এমন পরিস্থিতিতে মানুষজন যেমন দুর্ভোগ পোহাচ্ছে, তেমনই কৃষকদের চাষাবাদে তৈরি হয়েছে ক্ষতির আশঙ্কা।এরইমধ্যে স্বস্তির এক খবর পাওয়া গেল সুনামগঞ্জে। হালকা ঝড়ো বাতাসসহ বজ্রবৃষ্টির দেখা পেয়েছে সুনামগঞ্জবাসী।

বুধবার (২৮ এপ্রিল) ভোর থেকে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

স্বস্তির এই বৃষ্টিতে কিছু সময়ের জন্য থেমে যায় হাওরের ধানকাটা কার্যক্রম। এছাড়া অতিরিক্ত বজ্রপাতের কারণে শহরের বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছিল বলে জানা গেছে।

গতকাল সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, ‘ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img