জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শীতের তীব্রতা ও কনকনে বাতাস উপেক্ষা করেই রাজধানীর শাহবাগে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হতে থাকেন। শীতের কারণে অনেকের গায়ে মোটা কাপড়, মাথায় টুপি ও গলায় মাফলার দেখা গেলেও উপস্থিতির সংখ্যায় কোনো প্রভাব পড়েনি।
অংশগ্রহণকারীরা জানান, আবহাওয়া প্রতিকূল হলেও তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার মানসিকতা নিয়েই তারা এসেছেন। শীত বা বাতাস কোনো বাধা নয় বলে জানান অনেকেই।











