নির্বাচনকে সামনে রেখে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তায় বিজিবি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র, বিস্ফোরক এবং সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে কুমিল্লার বিবিরবাজার সীমান্তসহ দেশের সকল সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে কুমিল্লা সেক্টরের বিবির বাজার আইএসপি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
বিজিবি মহাপরিচালক নাজমুল হাসান বলেন, অন্যান্য সময়ের তুলনায় বিজিবি এখন অনেক বেশি সক্ষম। নির্বাচনকালীন সময়ে সীমান্ত এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় যে কোনো দায়িত্ব পালনে বিজিবি প্রস্তুত রয়েছে।
আইএসপি পরিদর্শনে গিয়ে বিজিবি মহাপরিচালক ভারতীয় বিএসএফের গোকুলনগর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার রাজেশ সিং কনওয়ারসহ অন্যান্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









