Home Blog Page 1660

ছাত্রলীগ আতঙ্কের প্রতিশব্দে পরিণত হয়েছে : ছাত্রদল

0

ছাত্রলীগ কর্তৃক ক্যাম্পাসে বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর আক্রমণ, সাংবাদিকদের নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্মের নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবি এম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এক বিবৃতিতে এ নিন্দা জানান। এসময় তারা শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ এক আতঙ্কের প্রতিশব্দে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন।

বিবৃতিতে নেতারা বলেন, গত কয়েকদিনের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ক্যাডারেরা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী ও নৃশংস সংঘর্ষের মাধ্যমে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহতভাবে নস্যাৎ করছে। ক্যাম্পাস প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, ছাত্রী নিপীড়ন, বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর আক্রমণ, সাংবাদিকদের নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ আজ এক আতঙ্কের প্রতিশব্দে পরিণত হয়েছে।

পরিকল্পিতভাবে ছাত্রদলকে ক্যাম্পাসের বাইরে রাখা হয়েছে উল্লেখ করে তারা আরও বলেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ক্যাম্পাসগুলো ছাত্রলীগের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নির্বিঘ্নে নিজেদের অপকর্ম করে যাওয়া এবং সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের বিষয়ে বিরোধী মতের ছাত্র সংগঠনগুলো যাতে প্রতিবাদ করতে না পারে, সে কারণেই পরিকল্পিতভাবে দেশের প্রায় সব ক্যাম্পাসে ছাত্রদলকে ক্যাম্পাসের বাইরে রাখার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু যেকোনো পরিস্থিতিতেই ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের রুখে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।

ছাত্রলীগকে হুঁশিয়ারি জানিয়ে নেতারা আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অচিরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে মধুর ক্যান্টিন থেকে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম শুরু করে দুর্বৃত্তায়নের বেগে ছুটে চলা দেউলিয়া সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতিটি অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দেবে।

শিক্ষিত হয়েও মূর্খের মতো ফখরুল বারবার একই কথা বলছেন: তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল সাহেব একজন শিক্ষিত মানুষ। তিনি মূর্খের মতো বারবার সরকারের অধীনে নির্বাচন কেন বলেন, সেটিই হচ্ছে আমার প্রশ্ন। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে, সরকার তখন শুধু ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে। নির্বাচনকালীন সময়ে যে সরকার দায়িত্বে থাকে তাদের পুলিশের একজন কনস্টেবল বদলি করারও ক্ষমতা থাকে না। সে নির্বাচনে আওয়ামী লীগ যেমন একটি পক্ষ, বিএনপিও একটি পক্ষ। আমরা সবাই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। ওনারা পাকিস্তানকে কেন এতো অনুকরণ করেন সেটিই হচ্ছে প্রশ্ন। বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। ভারত, অস্ট্রেলিয়া, জাপান, ইউকে কন্টিনেন্টাল ও ইউরোপের বিভিন্ন দেশসহ সব সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক সেভাবে হবে। চলতি সরকারই নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। পাকিস্তানের আদলে স্বপ্ন দেখে কোনো লাভ নেই।

তথ্যমন্ত্রী বলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব শুধু সরকারি দলের নয়। এক্ষেত্রে বিএনপিসহ সব রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা। কেউ যদি নির্বাচন বর্জন করে কিংবা প্রতিহতের অপচেষ্টা চালায় তাহলে এসবের দায়-দায়িত্ব তাদের।

তিনি বলেন, ২০১৮ সালে বিএনপি যাবে কী যাবে না সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে নির্বাচনে গেছে। তারা ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালিয়েছে। সুতরাং ওই নির্বাচন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে এর দায়-দায়িত্ব বিএনপি এবং তাদের মিত্রদের। তারা ৫০০ নির্বাচনী কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল এবং বেশ কয়েকজন নির্বাচনী কর্মকর্তাসহ অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল।

তিনি আরও বলেন, আমরা চাই একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের সরকার নির্বাচিত হোক। গত বৃহস্পতিবার ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রদূতদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে বৈঠক হয়েছে সেখানে নানা বিষয়ের মধ্যে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি প্রাধান্য পেয়েছে। আমরা চাই দেশে আগামী নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক।

‘গুপ্তচর’ বেলুন ধ্বংস করার জন্য কারো কাছে ক্ষমাপ্রার্থী নই : বাইডেন

0

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘গুপ্তচর’ বেলুন ধ্বংস করার জন্য তিনি কারো কাছে ক্ষমাপ্রার্থী নন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আমেরিকার আকাশে চীনের বেলুন সংক্রান্ত বিষয়ে এ কথা বলেন তিনি।

জো বাইডেন জানান, আমেরিকার আকাশে চীনা ‘গুপ্তচর’ বেলুন নষ্ট করার পর আরো যে বেলুনগুলো নজরে এসেছিল তা চীনের বা অন্য কোনো দেশের ছিল বলে এখনো মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তথ্য দেয়নি। তবে যুক্তরাষ্ট্রের আকাশকে রক্ষা করতে তিনি সব রকমের ব্যবস্থা নিতে অঙ্গীকারবদ্ধ।

বাইডেন বলেন, বেলুন নামানোর জন্য কোনো ক্ষমা চাইতে রাজি নই।

তিনি আরো জানান, আমেরিকার আকাশে ‘অজ্ঞাত বায়বীয়’ বস্তুর দেখা মিললে কী করতে হবে, তা নিয়ে তার প্রশাসন নতুন করে চিন্তাভাবনা করছে। যুক্তরাষ্ট্রের আকাশে এই ধরনের সন্দেহজনক বেলুনের সংখ্যা হঠাৎ করে বেড়েছে বলে কোনো প্রমাণ নেই। তবে চীনা বেলুনের দেখা মেলার পর থেকে যুক্তরাষ্ট্র আরো বেশি সতর্ক হয়েছে।

বাইডেন জানান, ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আকাশে যে ‘গুপ্তচর’ বেলুন ধ্বংস করা হয়েছিল, তা চিনের হলেও তার পরের বেলুনগুলি চিনের নয়। সম্ভবত ওই বেলুনগুলি কোনও বেসরকারি সংস্থা বা গবেষণা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করা হচ্ছিল। আমেরিকার আকাশসীমার মধ্যে বেলুন প্রবেশ করিয়ে নিয়মলঙ্ঘনের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তিনি শিগগিরই কথা বলতে পারেন।

বাইডেন বলেন, আমরা চীনের সাথে কোনো বিরোধ চাই না, প্রতিযোগিতা চাই। আমরা কোনো নতুন স্নায়ু যুদ্ধের পথে যেতে চাইছি না।

একই সাথে ‘গুপ্তচর’ বেলুনগুলো নিয়ে আমেরিকার নেয়া সিদ্ধান্ত নিয়ে তাকে যে সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তাও বেশি আমলে নিতে রাজি নন বলেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

সূত্র : আনন্দবাজার

জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিমান বাহিনী প্রধান

0

সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জাপানের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আইএসপিআর জানায়, সরকারি সফরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তার স্ত্রী ও তিন সফরসঙ্গীসহ জাপানের উদ্দেশে রওনা দিয়েছেন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একুইজিশন, টেকনোলজি ও লজিস্টিক্স এজেন্সি বিষয়ক কমিশনার সুচিমুতু হিদেকির আমন্ত্রণে তিনি দেশটিতে সফর করছেন।

সফরকালে জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ জেনারেল ইজুতসুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ আব্দুল হান্নান। এছাড়া সুচিমুতু হিদেকির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

আইএসপিআর আরও জানায়, এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন, অ্যারোস্পেস ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিতসুবিশি ইলেকট্রিক কর্পোরেশন এবং কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ৪৪ হাজারের কাছাকাছি

0

ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় তুরস্ক ও সিরিয়ায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এর মধ্য শুধু তুরস্কেই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৪ জনে। আর সিরিয়ার নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮০০ জনে।

দুই দেশে এখনো উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা বিধ্বস্ত হয়।

সূত্র: আল জাজিরা

দূষিত শহরের তালিকায় শীর্ষে আবারও ঢাকা

0

বিশ্বে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৬ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৩৩৫। এই মাত্রাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়।

এ ছাড়া তালিকায় ২৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। স্কোর ২১৩ নিয়ে তৃতীয় পাকিস্তানের লাহর। স্কোর ১৮৮ নিয়ে চতুর্থ আফগানিস্তানের কাবুল এবং পঞ্চম স্থানে থাকা ভারতের আরেক শহর কলকাতার স্কোর ১৮৭।

দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস

0

বায়ু প্রবাহের দিক ধীরে ধীরে পরিবর্তন হওয়ার সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সারা দেশে শুষ্ক আবহাওয়ার বিরাজ করছে। তবে খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে।

এমন অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

ভোর থেকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এরদোগানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক

0

তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তুরস্কের রাজধানী আঙ্কারায় এ দুই নেতার মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় থেকে পরে এক বিবৃতির মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকের কথা জানানো হয়।

সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী তুরস্কের ভূমিকম্পবিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন এবং তুরস্কে পাঠানো পাকিস্তানের উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলেন।

ভূমিকম্পের পর তুরস্ক সফরকারী বিশ্বনেতৃবৃন্দের মধ্যে শাহবাজ শরিফ অন্যতম বলে জানান এরদোগান।

সূত্র: ইয়েনি সাফাক

চীনের সেই বেলুন ধ্বংস নিয়ে শি জিন পিংয়ের সঙ্গে কথা বলবেন বাইডেন

0

আমেরিকার আকাশে উড়তে থাকা চীনের বেলুন ধ্বংসের বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জো বাইডেন বলেন, চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না আমেরিকা। বেলুন ধ্বংসের বিষয়টি নিয়ে আমি চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব। তবে এ বিষয়ে ক্ষমা চাওয়া হবে না।

আমেরিকার মানুষের স্বার্থ সুরক্ষা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন বাইডেন। দেশটির আকাশে ধ্বংস করা উড়ন্ত ‘রহস্যময় বস্তু’ নিয়েও কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা এখনো স্পষ্টভাবে জানি না, সেগুলো আসলে কী ছিল। তবে ধারণা করা হচ্ছে, তিনটি রহস্যময় বস্তুর সঙ্গে চীনা গোয়েন্দাগিরির সম্পর্ক নেই। এগুলো সম্ভবত বাণিজ্যিক প্রতিষ্ঠানের গবেষণায় সম্পৃক্ত কোনও যান। এ নিয়ে তদন্ত করছেন গোয়েন্দারা।

তবে বাইডেন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের আকাশে এখনও যদি দেশের মানুষের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন কোনও বস্তু কিংবা বেলুন উড়ে, তবে সেটাও ভূপাতিত করা হবে।

সূত্র: সিএনএন

পাকিস্তানে প্রতি লিটার ডিজেল ২৮০ রুপি

0

রাজনৈতিকভাবে টালমাটাল পাকিস্তানে আবারও বাড়ল জ্বালানির দাম। দেশটিতে হাইস্পিড ডিজেলের দাম ২৮০ রুপি এবং পেট্রোলের দাম ২৭২ রুপি নির্ধারণ করা হয়েছে।

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানে বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল ও গ্যাসের দাম। আর নতুন করে মূল্য বৃদ্ধির পর দেশটিতে আকাশ ছুঁয়েছে অতিপ্রয়োজনীয় এসব জ্বালানির দাম।

অর্থনৈতিক দুরাবস্থা কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের কাছ থেকে ৬ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়ার চেষ্টা করছে শাহবাজ সরকার। তবে আইএমএফ শর্ত দিয়েছে, ঋণ পেতে হলে বাড়াতে হবে জ্বালানির দাম। আর সেই শর্ত অনুযায়ী, নির্ধারণ করা হয়েছে এ নতুন দাম।

নতুন করে প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ২২ দশমিক ২০ রুপি। এতে এ জ্বালানির নতুন দাম দাঁড়িয়েছে ২৭২ রুপিতে। হাইস্পিড ডিজেলের দাম বাড়ানো হয়েছে ১৭ দশমিক ২০ রুপি। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২৮০ রুপির ঘরে। অপরদিকে লাইট ডিজেলের দাম ৯ দশমিক ৬৮ রুপি বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ রুপিতে। বেড়েছে কেরোসিনের দামও।

তবে এ মূল্য বৃদ্ধির কারণে পাকিস্তানের মূল্যস্ফীতি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, চলতি বছরের প্রথম ছয় মাসে মুদ্রাস্ফীতি গড়ে ৩৩ শতাংশে পৌঁছাতে পারে। এরপর এটি কমতে পারে। এছাড়া ১৭০ বিলিয়ন রুপি কর আদায়ে যে ‘মিনি বাজেট’ ঘোষণা করা হয়েছে সেটিরও বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানা গেছে।

এদিকে মিনি বাজেটের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীন শাহবাজ সরকার বাজেটের ঘাটতি এবং কর আদায়ের পরিধি বৃদ্ধি করার পরিকল্পনা করছে।

সূত্র: জিও নিউজ।