Home Blog Page 1661

দুপুরে রাজধানীতে বিএনপির পদযাত্রা

0

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করাসহ ১০ দফা দাবিতে ঢাকায় পদযাত্রা করবে বিএনপির।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় পর রাজধানী বিভিন্ন পয়েন্ট এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা আড়াইটায় রাজধানীর মতিঝিলের গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হবে। এটি টিকাটুলী, গুলিস্তান হয়ে নয়াবাজার গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, একই সময়ের মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা শুরু হবে উত্তরার জসীমউদ্‌দীন মোড় থেকে। এটি শেষ হবে উত্তরার আবদুল্লাহপুরে গিয়ে। এতে অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ।

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

0

তুরস্ক-সিরিয়ার আতঙ্কের মধ্যেই ভারতে সিকিমের পর এবার ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীর।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টায় জম্মু-কাশ্মীরের কাটরায় আঘাত হানে এটি। এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে। ভোর ৫টায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

এর আগে গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য সিকিমে ভূমিকম্পের আঘাত হানে। রিখটার স্কেল কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৩। সিকিমের ইয়ুকসম শহরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

৬০ ঘণ্টা পর সমাপ্ত হল বিবিসির দিল্লি-মুম্বাই অফিসের তল্লাশি

0

দীর্ঘ প্রায় ৬০ ঘণ্টা পর সমাপ্ত হল ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) এর দিল্লি এবং মুম্বাই অফিসে তল্লাশি কার্যক্রম।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অভিযান শুরু করেছিলে ভারতের আয়কর বিভাগ, যা শেষ হয় বৃহস্পতিবার রাতে। প্রায় ৬০ ঘণ্টা ধরে বিবিসির দুই অফিসে অভিযান চালান দেশটির আয়কর বিভাগের কর্মকর্তারা।

এই অভিযানে কারণের দুই অফিসে আটকা পড়েন বিবিসির প্রায় ১০ কর্মী। প্রায় তিন দিন অফিসে অবস্থান শেষে বৃহস্পতিবার রাতে তারা বাড়ি ফেরেন। আটকে পড়াদের মধ্যে একজন ব্রিটিশ সঞ্চালকও ছিলেন। দীর্ঘ এ তল্লাশির বিষয়ে আজ গণমাধ্যমকে বিস্তারিত জানাবে আয়কর বিভাগ।
অন্যদিকে তল্লাশি শেষে আয়কর বিভাগের কর্মকর্তারা চলে গেলে একটি টুইট করে বিবিসি কর্তৃপক্ষ। সেখানে লেখা হয়, “আয়কর বিভাগের কর্তারা দিল্লি এবং মুম্বাইয়ের অফিস থেকে বেরিয়ে গেছেন। আমরা তাদের সঙ্গে সহযোগিতা করে যাব। আশা করছি, দ্রুত এর নিষ্পত্তি হয়ে যাবে।”

টুইটে আরও লেখা হয়েছে, আমাদের কর্মী যারা এতক্ষণ অফিসে রয়েছেন বা প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাদের খেয়াল রাখা আমাদের অগ্রাধিকারে রয়েছে। পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আমরা ভারত এবং ভারতের বাইরের দর্শক-শ্রোতাদের খবর পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সেখানে আরও লেখা রয়েছে, বিবিসি একটি বিশ্বস্ত, স্বাধীন সংবাদমাধ্যম। আমরা আমাদের সহকর্মী এবং সাংবাদিকদের পাশে আছি, যারা ভয় এবং পক্ষপাত ছাড়াই খবর পরিবেশন করেন।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, তল্লাশির বিষয়ে আগেই কর্মীদের জানিয়ে রেখেছিল বিবিসি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতি হতে পারে আঁচ করে বুধবার সকালে কর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলে ই-মেল পাঠানো হয়েছিল। যদিও শুরু থেকেই আয়কর বিভাগ এ অভিযানকে ‘রুটিন সমীক্ষা’ বলে দাবি করেছে। মূলত কর ফাঁকি ও ট্রান্সফার প্রাইসিং সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতেই ওই সমীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতের আয়কর দফতর।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিশ্বজুড়ে করোনা শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু

0

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ গত দিনের তুলনায় কমেছে। তবে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৫৬৫ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ১ হাজার ২৩ জন।

এর আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৫জন। আর মৃত্যু হয়েছিল ৮৫২ জনের। গত দুই দিন সংক্রমণ প্রায় একই থাকলেও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।

প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৮ হাজার ৭৭২ জন সংক্রমিত হয়েছেন জাপানে। দ্বিতীয় সর্বোচ্চ ২২ হাজার ৬১ জন সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রে। আর তৃতীয় সর্বোচ্চ ২০ হাজার ৯১১জন আক্রান্ত হয়েছেন জার্মানিতে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে শ্বাসতন্ত্রের সংক্রামক ভাইরাসে মৃত্যু হয়েছে ২৫১ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ২১৩ জনের মৃত্যু হয়েছে জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ১২৫ জন মারা গেছেন জার্মানিতে।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

“বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩” এর ঢাকা অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত

0

ইসলামী ও সাধারণ জ্ঞনের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩’ এর ঢাকা অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বাইতুল মুকাররম-এর ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে ঢাকা অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

বাছাই পরীক্ষায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা মুহাম্মদ নুর উদ্দিন, সহকারী পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বাইতুল মোকাররম, ঢাকা। শরীফ মুহাম্মদ ইউনুছ, সহকারী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শেখ মোশারফ হোসেন, ইমাম ও খতিব, দারুল আরকান মসজিদ, লন্ডন। ডক্টর মুহাম্মাদ রেজাউল হোসাইন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। ডক্টর মুহাম্মাদ ইব্রাহিম খলিল, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। ডঃ মুহাম্মাদ আহসান উল্লাহ, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। মুহাম্মাদ আহসানুল হাদী, সহযোগী অধ্যাপক, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এম এ আর ছিবগাতুল্লাহ,
ইসলামিক আইকন সিজন-৩ এর প্রতিনিধি ও খতিব, বাইতুল আমান জামে মসজিদ, ঝিনাইদহ।

বাছাই পরীক্ষার শুরুতে বিচারকগণ প্রতিযোগীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন।

পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের ব্যাপক হামলা ও ফিলিস্তিনীদের গ্রেফতার

0

পশ্চিম তীরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা হামলা চালিয়ে বহু ফিলিস্তিনীকে গ্রেফতার করেছে। ফিলিস্তিনী গণমাধ্যমগুলো এ খবর দিয়ে লিখেছে: অধিকৃত পশ্চিম তীর ও কুদসে ফিলিস্তিনিদের বাড়িঘরে তল্লাশি চালিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করেছে ইসরাইলি সেনারা।

প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাবও জানিয়েছে, ইহুদিবাদী দখলদার বাহিনী পশ্চিম তীরে অভিযান চালিয়ে অন্তত ২৪ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ইহুদি বসতি স্থাপনকারী এবং ইসরাইলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ অভিযানে অংশ নেওয়ার অজুহাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

ইহুদিবাদী সৈন্যরা খালা আদ-দাবা এলাকায় শ’খানেক জয়তুন গাছের চারা উপড়ে ফেলেছে। ইহুদিবাদীদের ধ্বংসযজ্ঞে বিরান হয়ে যাওয়া একটি স্কুলের জায়গায় ফিলিস্তিনি কৃষকরা ওই জয়তুন গাছের চারাগুলো রোপণ করেছিল।

ফিলিস্তিনি মিডিয়া আরও জানিয়েছে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ইহুদিবাদী সেনারা আল-জালবু কারাগারে হামলা চালিয়ে ফিলিস্তিনি বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়েছে। ফিলিস্তিনী বন্দিরা গত ৩ দিন ধরে তাদের ওপর চালানো ইসরাইলি বর্বতার বিরুদ্ধে বিক্ষোভ চালাচ্ছে। ‘শাহাদাত অথবা মুক্তি’র জন্য সংগ্রাম শ্লোগান দিয়ে ফিলিস্তিনি বন্দিরা যখন তাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছে তখনই ওই তল্লাশি অভিযান চালালো ইসরাইলি সেনারা।

বন্দিদের ব্যাপারে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর সিদ্ধান্তের কারণে ইহুদিবাদী সরকারের বেশ কয়েকটি কারাগারে উত্তেজনা দেখা দিয়েছে। বন্দিদের গোসল করার জন্য ৪ মিনিট সময় নির্ধারণ এবং খাবারের পরিমাণ কমানো ওইসব সিদ্ধান্তের অন্তর্ভুক্ত।

সূত্র: পার্সটুডে

ইসলামী শিক্ষার আলোকে শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে : ইসলামী ছাত্রসমাজ

0

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সংগঠন সচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ইসলাম ও জাতিসত্তা বিরোধী সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই শিক্ষানীতি সিলেবাস নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ভবিষ্যত প্রজন্মের নৈতিক ভীত দূর্বল করে দিতে এবং মেরুদন্ডহীন একটি দূর্বলচিত্ত জাতি তৈরির প্রাথমিক পদক্ষেপ হিসেবে আধিপত্যবাদী গোষ্ঠীর এদেশীয় এজেন্টরা এহেন পদক্ষেপ গ্রহণ করেছে।
এই অশুভ শক্তির কালো হাত ভেঙে দিতে ছাত্রসমাজকে প্রস্তুত থাকতে হবে।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আরও বলেন, ইসলামী শিক্ষা সংকোচন ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে ডারউইনের বিতর্কিত জন্মান্তরবাদ অন্তর্ভুক্তি, ইসলামী আদর্শবাদ ও নৈতিক পাঠযুক্ত অধ্যায় সমূহের স্থলে পৌত্তলিকতা ও নাস্তক্যবাদী বিষয়সমূহ প্রতিস্থাপন সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ঈমান আকীদা ও প্রাত্যহিক আচার্য বিষয়ের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, সচেতন ছাত্র সমাজের প্রতিনিধিত্বশীল একটি আদর্শবাদী সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ তা কখনো হতে দিতে পারে না।

নেতৃবৃন্দ অবিলম্বে বিতর্কিত ইসলামী বিরোধী শিক্ষানীতি, শিক্ষা আইন ও বিতর্কিত পাঠ্যসূচী বাতিল করে নৈতিক ইসলামী মূল্যবোধ জাতি গঠনে ইসলামী শিক্ষার আলোকে শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান।

সংগঠনের ঢাকা মহানগর সভাপতি ছাত্র নেতা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান, মুফতী সৈয়দ ফখরুল ইসলাম, আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা ডা. মুহাম্মাদ ইলিয়াস খান, মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী প্রমুখ।

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল করতে হবে : ইসলামী আন্দোলন বাংলাদেশ

0

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনাসংক্রান্ত সরকারের চুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, দেশের স্বার্থেই আদানি গ্রুপের সাথে কৃত চুক্তি বাতিল প্রয়োজন। সরকারের বিরুদ্ধে দেশের জাতীয় মিডিয়াগুলোতে অভিযোগ উঠেছে, বেশি দাম দিয়ে অপেক্ষাকৃত নিম্নমানের কয়লা কেনা হচ্ছে। ভারতের আদানি গ্রুপের এই বিদ্যুৎকেন্দ্রের কয়লার জন্য বাংলাদেশকে যে দাম দিতে হচ্ছে, তা অন্য যেকোনও বিদ্যুৎকেন্দ্রের চেয়ে অনেকটাই বেশি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কোম্পানি যেখানে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, সেখানে এর সঙ্গে বাড়তি যোগ হয়েছে ভারতের আদানি গ্রুপ। তারা ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে নিয়ে যাবে এক লাখ ২৬ হাজার ৫৮১ কোটি টাকা।

মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে কয়লা আনতেও বিশাল ব্যয় গুনতে হবে বাংলাদেশকে।শুধু কয়লার জন্যই দিতে হবে ৪৫ শতাংশ বেশি মূল্য। সব অর্থই পরিশোধ করতে হবে মার্কিন ডলারে। তথ্য গোপন করে বাংলাদেশের সঙ্গে এই ভয়াবহ বৈষম্যমূলক চুক্তি করেছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। অথচ এই প্রকল্পে বাংলাদেশের ক্যাপাসিটি চার্জ ও কয়লা আমদানি ব্যয় কমে যাওয়ার কথা ছিল, বাস্তবতা পুরোপুরিই ভিন্ন। সব মিলিয়ে প্রায় তিন গুণ বেশি দামে আদানি থেকে বিদ্যুৎ কিনতে হবে বাংলাদেশকে। আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের করা বিদ্যুৎ চুক্তিটি বৈষম্য ও প্রতারণামূলক। কাজেই এই প্রতারণা বন্ধ করতে হবে।

তিনি বলেন, দেশের মানুষ তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম সংকটে দিনাতিপাত করছে। আর আদানির সঙ্গে সরকার যে চুক্তি করেছে, সেটি আত্মহত্যার শামিল। অনেক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলেছেন, বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে পরীক্ষামূলক উৎপাদনে যে কয়লার দাম ধরিয়ে দিয়েছে, তা দেশের অর্থনীতিতে চাপ তৈরি করবে।
বিবৃতিতে বলা হয়েছে, জাহাজভাড়াসহ গোড্ডায় ব্যবহৃত কয়লার দাম আন্তর্জাতিক বাজারে ২০০ ডলার, আর তারা বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে ৪০০ ডলারে বিক্রি করতে চাইছে।

তিনি আরও বলেন, লুটেরাদের পকেট ভারী করার জন্য এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিখাতে সীমাহীন চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সরকারের আত্মঘাতী ভুল পদক্ষেপের কারণে পরিস্থিতি সামাল দিতে না পেরে এখন জনগণের উপর এসব অপকর্মের দায় চাপানো হচ্ছে। অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে অন্যথায় প্রতিবাদের আগুন সর্বত্র জ্বলে উঠবে।

খেলাফত শাসনব্যবস্থা কায়েমের আহ্বান ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

0

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ গঠনে খেলাফত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় খেলাফত আন্দোলন ঢাকা মহানগর নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত মোহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের রাজনীতিতে পদার্পণ ও প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ ছিল দূর্নীতি, সন্ত্রাস, শোষণ, শাসকশ্রেণীর স্বেচ্ছাচারিতা সর্বোপরি অনৈসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হওয়ার ন্যায়।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আরও বলেন, হাফেজ্জী হুজুর রহ. ছিলেন একজন যুগশ্রেষ্ঠ বুজুর্গ এবং ওলীয়ে কামেল। তিনি ছিলেন দিনের বেলায় রাজপথে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের সিপাহসালার এবং রাতের বেলায় আল্লাহর দরবারে দণ্ডায়মান ইবাদতগোজার। ফলে অল্প সময়েই খেলাফত প্রতিষ্ঠার পক্ষে এদেশে গণজোয়ার তৈরি হয়েছিল। তাঁর পদাংক অনুসরণের মাধ্যমে ঘরে ঘরে খেলাফত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহবান পুনরায় বেগবান করতে হবে এবং এ দাওয়াত দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ হাজার অস্থায়ী ঘর নির্মাণ করবে সৌদি আরব

0

গত সপ্তাহে তুরস্ক ও সিরিয়ায় মারাত্মক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩,০০০ অস্থায়ী ঘর নির্মাণের পরিকল্পনা করেছে সৌদি আরব।

সৌদি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে দেশটির ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান এ বিষয়টি জানান।

তিনি বলেন, সৌদি আরব ইতিমধ্যে দুই দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার জন্য হাজার হাজার তাঁবু পাঠিয়েছে।

মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের প্রধান আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল রাবিয়াহ বলেন, আমরা সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে থাকব কয়েক সপ্তাহ যাবত।

আঙ্কারায় সৌদি চার্জ ডি’অ্যাফেয়ার্স মুহাম্মাদ আল-হারবি বলেন, যতদিন প্রয়োজন হবে আমরা ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ইতিমধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য কিং সালমান রিলিফ অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড সেন্টার, সৌদি সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের মতো বিভিন্ন উৎস থেকে উদ্ধারকর্মী, গবেষণা দল, চিকিৎসক, ঔষধ, খাদ্য ও তাঁবু নিয়ে জরুরী সাহায্য তুরস্কে পৌঁছেছে।

সূত্র: টিআরটি