Home Blog Page 1674

দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে ঢাকা

0

বিশ্বের দূষিত শহরের তালিকায় শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা শীর্ষে উঠে এসেছে। সকাল ৮টা ৫৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৭০ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’।

১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ভারতের দিল্লি ও মুম্বাই যথাক্রমে ২৫১ ও ২২০ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হল- বস্তুকণা (পিএম ১০ ও পিএম ২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (এসও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

৪০টি দেশের ওপর নজরদারি চালিয়েছে চীনের স্পাই বেলুন : আমেরিকা

0

আমেরিকা ছাড়াও ৪০টি দেশের ওপর নজরদারি চালিয়েছে চীনের স্পাই বেলুন। চাঞ্চল্যকর এই তথ্যটি হঠাৎ সবার সামনে এসেছে।

আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি রাখতেই স্পাই বেলুন পাঠিয়েছে চীন। অন্যদিকে চীন দাবি করছে, কোনো নজরদারি নয় বরং আবহাওয়া ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্য ওড়ানো হয়েছিল ওই বিশালাকার বেলুন। পরবর্তীতে বাতাসের ধাক্কায় পথ হারিয়ে আমেরিকার আকাশসীমা অতিক্রম করেছিল। যা গত সপ্তাহে মার্কিন যুদ্ধবিমান থেকে মিসাইল ছুঁড়ে আটলান্টিক মহাসাগরে নামানো হয় স্পাই বেলুনটি। এই ঘটনার পর থেকে আমেরিকা-চীনের মধ্যে সম্পর্ক আরও জটিল হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আমেরিকা জানায়, চীনের ওই বেলুনটি ৪০টি দেশের ওপর থেকে উড়ে এসেছিল যা সন্দেহজনক। এমনকি এটি কমিউনিকেশন সিগন্যাল সংগ্রহ করতেও সক্ষম। ধারণা করা হচ্ছে, বেলুনটির মাধ্যমে প্রতিটি দেশের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে চীন।

ইতোমধ্যেই সমুদ্র থেকে বেলুনের যন্ত্রাংশগুলো উদ্ধার করা হয়েছে। যা পরীক্ষার জন্য সংগ্রহ করে এফবিআইয়ের সদর দফতর কোয়ান্টিকোয় পাঠানো হয়েছে। আমেরিকার দাবি, মন্টানার পরমাণু লঞ্চ প্যাড বেসের ওপর নজর রাখছিল ওই স্পাই বেলুনটি।

এই ঘটনায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা বলেন, আমরা জানি পিপলস রিপাবলিক অব চীনের পাঠানো নজরদারির বেলুনটি পাঁচ মহাদেশের মোট ৪০টি দেশের ওপর দিয়ে উড়ে এসেছে। এই বিষয় নিয়ে বাইডেন প্রশাসন সরাসরি ওই দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছে।

তিনি আরও বলেন, চীন প্রায়সময়ই এই ধরনের কর্মকাণ্ড করে থাকে। বেলুনের প্রস্ততকারকের সঙ্গে চীনের সেনাবাহিনীর সরাসরি যোগাযোগ রয়েছে।

অন্যদিকে, চীনের পক্ষ থেকে বেলুনটি তাদের নিজেদের বলে স্বীকার করে নিলেও, তা নজরদারির জন্য পাঠানো হয়নি বলে জানানো হয়েছে।

তাদের দাবি, আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য সেটা ওড়ানো হয়েছিল। আমেরিকা ওই বেলুন মিসাইল ছুঁড়ে নামিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯

0

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১,০৫২ পিস ইয়াবা, ১১ গ্রাম ৩৩৭ পুরিয়া হেরোইন, ২ কেজি ১০০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা, ১৪৮ বোতল ফেন্সিডিল ও ২ বোতল দেশী মদ জব্দ করা হয়।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।

আজ আ’লীগের শান্তি সমাবেশ, বিএনপির পদযাত্রা

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ ফেব্রুয়ারি) সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগ। অন্যদিকে এদিন সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করবে বিএনপি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে এ শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতা এবং জনপ্রতিনিধিরা সারা দেশে ইউনিয়ন পর্যায়ে আয়োজিত শান্তি সমাবেশে অংশ নেবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের সবস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে বিএনপি ঘোষিত সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রাও শনিবার অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় নিজ ইউনিয়নে এতে অংশ নেবেন। ড. আব্দুল মঈন খান নরসিংদী জেলার পলাশ উপজেলায় জিনারদি ইউনিয়নে এবং নজরুল ইসলাম খান জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় কুমারকান্দি ইউনিয়নে পদযাত্রায় অংশ নেবেন।

রোহিঙ্গা সমস্যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি : পররাষ্ট্রমন্ত্রী

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বালি প্রসেস যেন সমস্যার সাময়িক উপশমের উপলক্ষ না হয়। বরং অনিয়মিত অভিবাসনের মূল কারণগুলো মূলোৎপাটনে বিশ্বনেতৃবৃন্দকে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার এডিলেইডে অনুষ্ঠিত বালি প্রসেস ফোরামের মানবপাচার ও চোরাচালান এবং এ সম্পর্কিত আন্তর্জাতিক আপরাধ বিষয়ক অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধ ও সহিংসতা, দীর্ঘস্থায়ী সংঘাত, ক্রমবর্ধমান বৈষম্য, নিয়মিত অভিবাসনের স্বল্পতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট উদ্বাস্তু জনগোষ্ঠীর মতো সমস্যাগুলো অনিয়মিত অভিবাসন বৃদ্ধিতে অবদান রাখছে, যা বিশ্বের নীতিনির্ধারকদের সম্মুখে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তাই বালি প্রসেসকে কার্যকর করতে সদস্য রাষ্ট্রগুলোকে অনিয়মিত অভিবাসনের মূল কারণ চিহ্নিত করে তা মোকাবেলায় ভূমিকা রাখতে হবে।

রোহিঙ্গা সমস্যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনে সকল দেশকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

ড. মোমেন সম্মেলনের সাইড লাইনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিলের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন। মানবিক সাহয্যের পাশাপাশি শরণার্থী ভিসা প্রদানের রোহিঙ্গাদের গ্রহণের বিষয়টি অস্ট্রেলিয়া বিবেচনা করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া অস্ট্রেলিয়ার দু’টি প্রভাবশালী গণমাধ্যম পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ গ্রহণ করে। এসময় অস্ট্রেলিয়া রোহিঙ্গা প্রত্যাবাসনে অধিক ভূমিকা রাখাসহ সে দেশে রোহিঙ্গাদের গ্রহণের বিষয়ও বিবেচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সম্মেলনে ড. মোমেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশসমূহকে যুক্ত করতে ইন্দোনেশিয়ার সহযোগিতা কামনা করেন।

ধ্বংসস্তূপ থেকে ১০৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার

0

শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের মধ্যে ১০৪ ঘণ্টা আটকে থেকেও বেঁচে ফিরলেন এক নারী। তাকে উদ্ধার করলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। উদ্ধারকৃত ওই নারীর নাম জেয়নেপ কাহরামান। বয়স ৪০ বছর।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তুরস্কের কিরিখান শহরের ধ্বংসস্তূপের মধ্যে থেকে জীবিত উদ্ধার করা হয় তাকে।

উদ্ধারকারী দলের প্রধান স্টিভেন বায়ার বলেন, “এখন আমি অলৌকিকতায় বিশ্বাস করি।” জেয়নেপকে উদ্ধারের পর হাততালিতে ফেটে পড়েন সামনে উপস্থিত জনতা। জার্মান উদ্ধারকারী দলের কর্মীদের জড়িয়ে ধরেন তার বোন জুবেয়দ।

জেয়নেপের পরিবার সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সোমবারের ভয়াবহ ভূমিকম্পের পর তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন তারা। প্রায় দু’দিন পর কিরিখান শহরে এসে পৌঁছায় উদ্ধারকারী দল। উদ্ধারকাজ চলার সময়ই তারা টের পান ধ্বংসস্তূপের নিচে বেঁচে রয়েছেন জেয়নেপ। তাকে পাইপের মধ্যে দিয়ে পানীয় সরবরাহ করেন তারা। অবশেষে উদ্ধার করা হয় তাকে।

সূত্র: রয়টার্স

ভারতে বিবিসিকে নিষিদ্ধের আবেদন খারিজ

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির শীর্ষ আদালত।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভারতের সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তৈরি “ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন” নামে দুই পর্বের তথ্যচিত্র প্রকাশের পর থেকেই উত্তপ্ত ভারত। মোদি ও দেশটির মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক এবং ২০০২ সালে গুজরাটের দাঙ্গায় মোদির ভূমিকা নিয়েও অনুসন্ধান রয়েছে তথ্যচিত্রে।

তবে তথ্যচিত্রটিকে প্রোপাগান্ডা বলে দাবি করে আসছে মোদি প্রশাসন। এমনকি এটি নরেন্দ্র মোদির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলেও উল্লেখ করে নয়াদিল্লি। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্ত বিবিসিকে ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে তথ্যচিত্র তৈরি করেছে বিবিসি। তবে শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছেন। একইসঙ্গে, বিবিসিকে নিষিদ্ধের আবেদনের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট।

এর আগে, গেল ১৭ জানুয়ারি দুই পর্বের তথ্যচিত্রটির প্রথম পর্ব লন্ডনে প্রকাশ করে বিবিসি। এরপর ২৪ জানুয়ারি দেখানো হয় দ্বিতীয় পর্ব। তবে তথ্যচিত্রটি প্রকাশের পর থেকে রাজ্যে রাজ্যে তা দেখানোর উদ্যোগ নেয় সরকারবিরোধীরা।

প্রচারে নিষেধাজ্ঞার পাশাপাশি তথ্যচিত্রের লিংক সরিয়ে নিতে ইউটিউব ও টুইটারকে নির্দেশ দেয় মোদি প্রশাসন। সেসময় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্যচিত্রটি দেখানো হলে ঘটে নানা অপ্রীতিকর ঘটনা। এ অবস্থায় আবারও মোদিকে নিয়ে করা তথ্যচিত্রের লিংক ও কমেন্ট তুলে নিতে ইউটিউব ও টুইটারকে কড়া নির্দেশ দিয়েছে ভারত সরকার।

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃত্যুর ২৩ হাজার ছাড়িয়েছে

0

ভয়াবহ ভূমিকম্পের তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ার অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত শুধু তুরস্কেই নিহত হয়েছে ২০ হাজার ২১৩ জন। আর প্রতিবেশী সিরিয়ায় নিহত হয়েছে তিন হাজার ৫০০ জন।

স্থানীয় সময় সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

দুই দেশের কবলিত এলাকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধসে পড়া কয়েক হাজার ভবনের নিচে চাপা পড়ে বহু মানুষ। দুই দেশেই উদ্ধার কাজ এখনও চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র: আল জাজিরা

তেলের উৎপাদন কমাচ্ছে রাশিয়া; দাম বাড়লো বিশ্ববাজারে

0

জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক জানিয়েছেন, মার্চে দৈনিক পাঁচ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করা হবে। সম্প্রতি রুশ তেল ও এ সম্পর্কিত পণ্যের ওপর পশ্চিমারা মূল্যসীমা বেঁধে দেয়। খবর রয়টার্সের। কিন্তু রাশিয়ার এই ঘোষণার পরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি দুই দশমিক পাঁচ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ৬ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্বে সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করে সৌদি আরব। এর পরেই রয়েছে রাশিয়ার অবস্থান। তাই স্বাভাবিকভাবেই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।

নোভাক এক বিবৃতিতে বলেছেন, এখন পর্যন্ত আমার স্বাভাবিকভাবেই তেল বিক্রি করছি। তবে যারা মূল্যসীমা নির্ধারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের কাছে বিক্রি বন্ধ করা হবে।

তিনি বলেন, পশ্চিমাদের সিদ্ধান্তের কারণেই রাশিয়া স্বেচ্ছায় মার্চ মাসে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল উৎপাদন কমিয়ে দেবে, যা বাজার পুনরুদ্ধারে অবদান রাখবে।

ক্রেমলিন শুক্রবার জানিয়েছে, রাশিয়া উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়ে ওপেক প্লাসের কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছে।

খুব অল্প সময়ে ৭৪ সালের দুর্ভিক্ষ দেখা দেবে : গয়েশ্বর

0

আওয়ামী লীগ নেতাকর্মীদের লুটপাটের কারণে দেশে খুব অল্প সময়ের মধ্যে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ দেখা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ সরকার লুটেরাগোষ্ঠীর সরকার। তারা জনগণের টাকা বিদেশে পাচার করছে। দুর্নীতি, ভোট চুরি, লুটপাটের জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনাকে রেখে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই তাকে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো বিএনপির লক্ষ্য। তাদের কাছ থেকে জনগণের টাকা ফেরত নিতে হবে।

এ সময় রাজধানীসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য ইশরাক হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।