Home Blog Page 1673

বিধ্বস্ত অঞ্চলগুলো পুনর্গঠন করতে এক বছরের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার : এরদোগান

0

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলগুলোকে পুনর্গঠন করতে সরকার এক বছরের পরিকল্পনা হাতে নিয়েছে। এই সময়ে যারা তাঁবুতে থাকতে রাজি নন, তাদের আবাসন ভাড়া বহন করবে সরকার।

তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আদিয়ামান প্রদেশে উদ্ধার ও অনুসন্ধান অভিযান পর্যবেক্ষণে গিয়ে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট এরদোগান।

গত সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ১০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এক কোটি ৩০ লাখের বেশি মানুষ।

এরদোগান বলেন, আমরা নিশ্চিত করছি যে, আমাদের নাগরিকরা যারা তাঁবুতে থাকতে চান না, তারা এক বছরের ভাড়া পরিশোধ করার অর্থ পাবেন। সেটা দিয়ে তারা তাদের মতো বাসস্থানে থাকতে পারবেন।

এ সময় তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক তার ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি।

৭ দশমিক ৮ মাত্রার ওই ভয়াবহ ভূমিকম্প তুরস্কের পাশাপাশি প্রতিবেশী সিরিয়াতেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে। দুই দেশ মিলে নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন লক্ষাধিক।

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প

0

ইন্দোনেশিয়ায় আবাও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের কারণে সুনামির সম্ভাবনা নেই।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশটির তালাউদ দ্বীপপুঞ্জের কাছে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। এটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা এক টুইট বার্তায় এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পের ঘটনায় এখনও হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া বড় ক্ষতির ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির পাপুয়া প্রদেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫

0

সিরাজগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচিতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় সাতটি মোটরসাইকেলে আগুনসহ বেশ কয়েকটি দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

কালিয়াহরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর সেখ বলেন, দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে ১০-১৫ জন হয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, উভয় পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়া ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষ; আহত অর্ধশত

0

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। ঘটেছে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা। বিভিন্নসূত্রের দাবি, পুলিশ ওই কর্মসূচিতে বাধা দেওয়ার পাশাপাশি গুলি ছুড়েছে।

আজ শবিবার (১১ ফ্রেব্রুয়ারি) এই সংঘর্ষে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ, পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে।

জানা গেছে, পাঁচরুখির ঢাকা-সিলেট মহাসড়কের বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পদযাত্রায় পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুপুরে ওই পদযাত্রার নেতৃত্বে ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ।

পথযাত্রাটি বান্টি বাজার পর্যন্ত যেতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে বিএনপিনেতাকর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ইট পাটকেল নিক্ষেপ করেন নেতাকর্মীরা। পুলিশও রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও গুলি করেছে। এতে কমপক্ষে ৬০ থেকে ৭০ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা আজিজুল হক জানান, বিএনপি নেতাকর্মীরা আড়াইহাজার ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেয়। বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিতে চাইলে তারা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। পুলিশ পরে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিএনপি ডাকে মহাসমাবেশ, হয়ে যায় কোনোরকম সমাবেশ : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা ডাকি সমাবেশ, হয়ে যায় মহাসমাবেশ। আর বিএনপি ডাকে মহাসমাবেশ, হয়ে যায় কোনোরকম একটা সমাবেশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির রূপকার। তিনি দেশবাসীর অর্থনৈতিক মুক্তির জন্য অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন।

কাদের বলেন, ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। হিংসা করে লাভ নেই। অনেক জ্বালা অনেকের। সুনামগঞ্জ গ্রাম থেকে শহর হয়ে গেল, বিএনপি নেতাদের কত জ্বালা।

তিনি বলেন, বিএনপির এখন খোঁড়াতে খোঁড়াতে পদযাত্রা করছে। মিডিয়াকে বলব, খবর নিয়ে দেখুন কয়টা ইউনিয়নে বিএনপির পদযাত্রা হচ্ছে? সত্যটা তুলে ধরুন। আমাদের কিন্তু আজ সারাদেশে শান্তি সমাবেশ হচ্ছে। সব ইউনিয়নে। খবর পেয়েছি, শান্তি সমাবেশ সফল হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওয়ান-ইলেভেনে পালায়নি, জেলে গেছি। আপনাদের (বিএনপির) সাহস আছে? আপনাদের নেতা পালিয়ে গেল কেন? ওখানে বসে না থেকে সৎ সাহস থাকলে আসুন, মোকাবিলা হবে। রাজপথে খেলা হবে, আসুন।

আমরা নারী ও মেয়েদের নেতৃত্ব দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছি : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে আমরা নারী ও মেয়েদের নেতৃত্ব দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের নারীরা গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো করছে। কৃষি, শিল্প, স্বাস্থ্য, বিজ্ঞান, শিল্প, তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে গবেষণার জন্য মেয়েদের বৃত্তি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মেয়েদের উৎসাহিত করার জন্য, সরকার সারা দেশে ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছে যেখান থেকে একজন মেয়ে এবং একজন ছেলে উদ্যোক্তা ২০০ ধরনের সেবা প্রদান করছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত অষ্টম নারী ও মেয়েদের দিবস বিজ্ঞান সমাবেশে এক ভিডিও বিবৃতিতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এটি দুর্ভাগ্যজনক যে নারীরা বিশ্বব্যাপী মাত্র ১২% বিজ্ঞানী এবং ৩০% গবেষকদের প্রতিনিধিত্ব করে। আমাদের অবশ্যই মানসিকতা এবং শিক্ষার পরিবেশের প্রতিবন্ধকতাগুলো দূর করার লক্ষ্যে কাজ করতে হবে যাতে আরও বেশি সংখ্যক নারী ও মেয়েরা বিজ্ঞানে উৎকর্ষতা লাভ করতে পারে।

নারী ও মেয়েদের নিজেদের বদলে দেওয়ার এজেন্ট হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে নিয়োজিত নারী ও মেয়েদের মনে রাখতে হবে যে, তারা একা নন। তারা যে পদক্ষেপগুলো নেন তা বিশ্বজুড়ে তাদের বোনদের জন্য আরও দ্বার উন্মুক্ত করতে সাহায্য করবে।

সরকার প্রধান বলেন, আমরা দেখতে চাই যে, আমাদের নারী ও মেয়েরা বিজ্ঞানে উদ্ভাবন এবং সৃজনশীলতার সম্ভাবনা পূরণ করছে। আমাদেরকে অবশ্যই উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে তাদের জন্য বিদ্যমান সুযোগ লাভের বাধা দূর করতে হবে। আমরা চাই আমাদের মেয়েরা স্মার্ট, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পূর্ণ সুযোগ পাবে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৮৫ মিলিয়ন ডলারের ত্রাণ ঘোষণা করেছে আমেরিকা

0

তুরস্ক ও সিরিয়ায় ধ্বংসাত্মক ভূমিকম্পের পুনরুদ্ধারে সহায়তা করার জন্য প্রাথমিকভাবে ৮৫ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা।

গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন এ ঘোষণা দেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, “আমরা তুরস্ককে সাহায্য করার বৈশ্বিক প্রচেষ্টায় অংশগ্রহণ করতে পেরে গর্বিত, ঠিক যেভাবে তুরস্ক অতীতে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে মানবিক উদ্ধার অভিযানে অবদান রেখেছিল।”

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এ তহবিল থেকে খাদ্য, আশ্রয় ও জরুরী স্বাস্থ্য সেবা ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে প্রদান করা হবে।

উল্লেখ্য; ভয়াবহ এ ভূমিকম্পে তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ার অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত শুধু তুরস্কেই নিহত হয়েছে ২০ হাজার ২১৩ জন। আর প্রতিবেশী সিরিয়ায় নিহত হয়েছে তিন হাজার ৫০০ জন।

সূত্র: পিও

প্রতিনিয়ত হুমকির মধ্যে বসবাস করছেন ভারতীয় মুসলিমরা: আসাদ উদ্দিন ওয়াইসি

0

ভারতের হায়দরাবাদের সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) সভাপতি আসাদ উদ্দিন ওয়াইসি বলেছেন, ভারতীয় মুসলমানরা প্রতিনিয়ত হুমকির মধ্যে বস-বাস করছে। এমন কোন মাস নেই যে তাদের জীবনের উপর হুমকি আসে না।

গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংসদে বক্তৃতা প্রদান কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি ভারতীয় সাংসদদের একজন সদস্য মুসলিম সম্প্রদায়কে বয়কট করতে বলেছেন। এছাড়াও অন্য একজন সদস্য ছুরি ব্যবহার করতে বলেছেন শুধু সবজি কাটার জন্য নয়, মানুষের গলা কাটার জন্যও। মুসলমানদের রং হওয়ায় গুলবার্গা রেলওয়ে স্টেশনের সবুজ রং পরিবর্তন করা হয়েছে।

আমি নরেন্দ্র মোদিকে এখন জিজ্ঞেস করতে চাই, তারা কি এবার ভারতের পতাকা থেকেও সবুজ রং সরিয়ে দেবে ?”

তিনি আরো বলেন, “এবার হয়ত মোদী সরকার তরমুজ বিক্রি নিষিদ্ধ করবে কারণ তা সবুজ রঙের।”

বিলকিস বানুর বিষয়ে তিনি বলেন, “বিলকিস বানু গত ২০ বছর ধরে লড়াই করে আসছে। সে যদি মুসলিম না হত তাহলে অবশ্যই ন্যায়বিচার পেত। আপনি তার বিচার করতে চান না কারণ তার নাম বিলকিস বানু।”

তিনি আরো বলেন, “সংখ্যালঘুদের জন্য বরাদ্দ বাজেট পূর্বের বছরের তুলনায় ৪০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। কারণ নরেন্দ্র মোদির সরকার কখন চায় না মুসলিম শিশুরা শক্তিশালী হোক ও দেশকে এগিয়ে নিয়ে যাক। তার সরকার চায় সংখ্যালঘু সম্প্রদায় দারিদ্র্য ও বৈষম্যের শিকার হোক।

আদানী গ্রুপের বিষয়ে হিন্ডেনবার্গ গবেষণা নিয়ে তিনি বলেন, “এ তদন্ত প্রতিবেদন যদি হিন্ডেনবার্গ থেকে না হয়ে ভারতে হত তাহলে এটা নিশ্চিত যে এটি কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন হত।”

এছাড়াও ওয়াইসি দুঃখ প্রকাশ করে বলেন, দেশের মোট জনসংখ্যার ১৯% শতাংশ সংখ্যালঘু হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতির ভাষণে তাদের বিষয়ে কোন কথা বলা হয় নি।

সর্বশেষে তিনি বলেন, “আমি একজন মুসলিম। আমাকে ছাড়া এই দেশ গঠন সম্ভব নয়। আমি কোনভাবেই এদেশে জিম্মি বা বন্দী নই। আমি আমার নাগরিকত্বের পূর্ণ অধিকার চাই।”

সূত্র : পিও

দেশে উচ্চশিক্ষায় প্রয়োজনীয় আসন সংখ্যা রয়েছে: শিক্ষামন্ত্রী

0

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, দেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় আসন সংখ্যা রয়েছে। তাই এবারে যারা উচ্চ মাধ্যমিক কিংবা সমমানের পরীক্ষায় পাস করেছে, তাদের ভর্তি হতে কোনো সমস্যা হবে না।

শনিবার (১১ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সাহিত্য মেলার উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সাহিত্য ও সংস্কৃতির বাহন হচ্ছে ভাষা। তাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন সমান তালে চলছে। আর বর্তমানে যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হলে আমাদের মেধা এবং মননে আধুনিক হতে হবে। ধর্মের আড়ালে উগ্রতা, ধর্মের অপব্যাখ্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে : কামরুল ইসলাম

0

মিথ্যাচার করে একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যারা দেশকে ধ্বংস করতে চায়; তাদের প্রতিহত করতে হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিশুপার্ক করে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান। নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে না পারে, সেজন্য অপচেষ্টা চালিয়েছিলেন তিনি। কিন্তু যারা দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে তাদের ঘৃণা করতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যারা দেশকে ধ্বংস করতে চায়; তাদের প্রতিহত করতে হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। অতীতের কোনো সরকার শিক্ষা নিয়ে ভাবেনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে বই তুলে দিচ্ছে শিক্ষার্থীদের হাতে। তথ্যপ্রযুক্তির বিষয়টি অন্য কোনো সরকার চিন্তাও করেনি। কিন্তু বর্তমান সরকার করেছে। তথ্যপ্রযুক্তির সব সুবিধা শিক্ষার্থীরা পাচ্ছে।

এ সময়, নেতিবাচক দিক পরিহার করে মোবাইলের ইতিবাচক দিক ব্যবহার করার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, উন্নত দেশ হবে বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।