শনিবার | ২৩ আগস্ট | ২০২৫
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না দেওয়ায় ক্ষোভে পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী

গাজ্জায় গণহত্যার দায়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞায় মন্ত্রিসভার সমর্থন না পাওয়ায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প।

শুক্রবার (২২ আগস্ট) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ক্যাসপার ভেল্ডক্যাম্প জানান, তিনি অর্থবহ পদক্ষেপে ঐকমত্য আনতে পারেননি এবং মন্ত্রিসভায় তীব্র প্রতিরোধের মুখে পড়েন।

তিনি বলেন, ‘আমি গাজ্জায় ইসরাইলি হামলা, পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণ এবং পূর্ব জেরুজালেমের দখলদারিত্ব দেখছি। এসবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ছাড়া আর দায়িত্ব পালন করা সম্ভব নয়।’

গবেষণা প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, রটারডাম বন্দরে প্রায়ই এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশবাহী জাহাজ আসে, যা পরবর্তীতে ইসরায়েলি সামরিক হামলায় ব্যবহৃত হয়। এসব আঘাতে গাজ্জা বিপর্যস্ত হয়ে পড়েছে।

এর আগে সপ্তাহের শুরুতে নেদারল্যান্ডসসহ ২১ দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছিল, পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles